গেল বছর সেপ্টেম্বর মাসে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় অন্যজনের নামে ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশ নেয়া বরকল উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা সুমন দেবকে শাস্তির বদলে পুরুস্কৃত করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। তাকে পুরুস্কার হিসেবে ফেনীর পরশুরাম উপজেলায় পোস্টিং দেয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
একাধিক সূত্র জানায়, ২০১৫ সালের ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগে লিখিত পরীক্ষায় অন্যজনের নামে ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশ নেন বরকল উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা সুমন দেব। এছাড়াও নিয়োগে ঘুষ আদায়, মোটা অংকের বিনিময়ে চাকরি নিশ্চিত করে দিতে নিজেই অন্য প্রার্থীর নামে ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশ নেয়াসহ বিভিন্ন অনিয়ম-দূর্নীতির অভিযোগ ওঠে ওই সহকারী শিক্ষা কর্মকর্তার বিরুদ্ধে। যা বিভিন্ন সংবাদপত্রেও ঢালাওভাবে প্রকাশ পায়।
তার বিরুদ্ধে তোলা ওইসব অনিয়ম-দূর্নীতির অভিযোগ তদন্তে একটি কমিটি গঠন করে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। তদন্তে ভুয়া পরীক্ষার্থী হিসেবে অংশ নেয়ার বিষয়টি প্রমাণিত হয়েছে। কিন্তু অভিযোগ প্রমাণিত হওয়া স্বত্ত্বেও তাকে বরকল থেকে ফেনীর পরশুরামে বদলি করায় শাস্তির বদলে পুরস্কারমূলক বদলির আদেশ দেয়া হয়েছে বলে অভিযোগ।
ইতোমধ্যে বরকল থেকে ফেনীর পরশুরাম উপজেলায় পোস্টিং দেয়ার জন্য ছাড়পত্র দিয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ। এতে করে বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা ও জনমনে বিস্ময় দেখা দিয়েছে।
এদিকে সুমন দেবের বদলি বিষয়টি জানাজানি হওয়ার পর বরকল উপজেলার অনেকে উপজেলা, জেলা প্রাথমিক শিক্ষা অফিসসহ জেলা পরিষদ গিয়ে খোঁজ-খবর নেন। তাদের দাবী ওই শিক্ষা কর্মকর্তা বিভিন্ন জনকে চাকরি দেয়া এবং ধারের নামে টাকা আত্মসাৎ করেছেন। তাই বিষযটির সুরাহা না হওয়া পর্যন্ত তার বদলির আদেশ স্থগিত রাখতে মৌখিকভাবে অনুরোধ করা হলেও কোনো কার্যকর পদক্ষেপ নেয়া হয়নি অভিযোগ করেছেন নাম প্রকাশ না করার শর্তে স্থানীয় অনেকে।
রাঙামাটি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবু জাফর মো. সালেহ বরকল উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা সুমন দেবের বদলির বিষযটি নিশ্চিত করে জানান, গত ২১ জানুয়ারী সুমন দেবের বদলির বিষয়ে রাঙামাটি জেলা পরিষদ থেকে ছাড়পত্র দেয়া হয়েছে। এক্ষেত্রে তার কিছুই করার নেই। তবে এর আগে অন্যজনের নামে ভুয়া পরিক্ষার্থী হিসেবে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেয়াসহ তার বিরুদ্ধে আনীত বিভিন্ন অভিযোগের বিষয়ে উচ্চপর্যায়ে লিখিতভাবে জানানো হয়েছে বলে জানান তিনি।
উল্লেখ্য, বরকল উপজেলার সহকারী শিক্ষা কর্মকর্তা সুমন দেব ২০১৫ সালেরর ৮ সেপ্টেম্বর অনুষ্ঠিত রাঙ্গামাটি জেলা পরিষদের অধীন প্রাক প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে জনৈক পরিতোষ চাকমার পক্ষে কেন্দ্র ভূয়া পরিক্ষার্থী হিসেবে অংশ নেন সুমন দেব। পরীক্ষা চলাকালেই পরীক্ষা হল রুমে ধরা পড়েন তিনি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.