পার্বত্য চুক্তির যথাযথ বাস্তবায়ন ছাড়া শান্তি প্রতিষ্ঠার কোন বিকল্প নেই-ঊষাতন তালুকদারএমপি

Published: 23 Jan 2016   Saturday   

রাঙামাটির সংসদীয় আসনের নির্বাচিত সাংসদ উষাতন তালুকদার বলেছেন উন্নয়নের পূর্বশর্ত হচ্ছে শান্তি। সকল উন্নয়নে শান্তি ছাড়া বিকল্প নেই। দেশের উন্নয়নের মূল  স্রোতধারার সাথে সংগতিপূর্ণ করে উন্নয়ন ত্বরান্বিত করতে হলে পার্বত্যঞ্চলের স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে হবে।

 

সরকারের এসব উন্নয়ন কর্মকান্ড বাস্তবায়ন করতে সকলকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে তিনি আরেরা বলেন,সমতল অঞ্চলের উন্নয়নের সাথে সামঞ্জস্য রেখে পার্বত্যঞ্চলে উন্নয়ন করতে হলে পার্বত্য চুক্তিকে যথাযথ বাস্তবায়নের মাধ্যমে স্থায়ী শান্তি প্রতিষ্ঠিত করা ছাড়া কোন বিকল্প নেই।

 

শনিবার বরকল উপজেলার ১নং সুবলং ইউনিয়নের হাজাছড়া উচ্চ বিদ্যালয় ও মাইচছড়ি নিম্ন মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শণকালে এলাকার গন্যমান্যদের সাথে মতবিনিময়  তিনি এসব কথা বলেন।

 

হাজাছড়া উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি চন্দ্র কুমার চাকমার সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় ছিলেন সুবলং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তরুন জ্যোতি চাকমা হাজাছড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিপন চাকমা, সংসদ সদস্যর উপজেলা প্রতিনিধি উৎপল চাকমা প্রমুখ। এসময়  বিদ্যালয়ের শিক্ষক -শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও এলাকার গন্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

 

সাংসদ উষাতন তালুকদার আরও বলেন, শিক্ষায় জাতির মেরুদন্ড। শিক্ষা ছাড়া কোন জাতি বা দেশ উন্নয়নের উচ্চ শিখর আহরণ করতে পারে না। বর্তমান সরকার শিক্ষা, চিকিৎসাসহ নানা উন্নয়ন কর্মকান্ড সমতল অঞ্চল থেকে শুরু করে দূর্গম পার্বত্যঞ্চলে প্রসার ঘটাতে নানামূখী পদক্ষেপ গ্রহণ করছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত