শনিবার বরকল মডেল উচ্চ বিদ্যালয়ের উদ্যোগে ২৭তম এসএসসি পরীক্ষার্থীদের বিদায় নবীন শিক্ষার্থীদের বরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধণা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিদ্যালয়ের মাঠ প্রাঙ্গনে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরকল সদর ২২বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আলাউদ্দিন আল মামুন (পিএসসি)।
বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামরতন চাকমার সভাপতিত্বে অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রভাত বিন্দু চাকমা, বরকল উপজেলা প্রেস ক্লাবের সভাপতি পুলিন বিহারী চাকমা, শিক্ষক অভিভাবক কমিটির সভাপতি কালিকিংকর চাকমা, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান করুণা মোহন চাকমা, সাবেক প্রধান শিক্ষক প্রতিময় চাকমা, বরকল মডেল থানার প্রতিনিধি এসআই জীবন রায় চৌধুরী, সাংবাদিক ইতিময় চাকমা, সাংবাদিক বুদ্ধলিলা চাকমা। এসময় বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা,ছাত্র-ছাত্রী,অভিভাবক ও এলাকার গন্যমান্য ব্যাক্তিরা উপস্থিত ছিলেন।
বক্তারা বিদায়ী ও নবীণ শিক্ষার্থীদের উদ্দেশ্য শিক্ষা মূলক ও উপদেশ মূলক বক্তব্য প্রদান শেষে নবীণ শিক্ষার্থী ও কৃতি শিক্ষার্থীদের মাঝে ক্রেস্ট সহ বিভিন্ন পুরষ্কার প্রদান করেন ২২ বিজিবি জোন কমান্ডার লেঃ কর্ণেল মোঃ আলাউদ্দিন আল মামুন। পুরস্কার প্রদান শেষে বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.