রোবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে দূর্গম বরকল উপজেলার বরুনাছড়ি উচ্চ বিদ্যালয়ে ১টি ও বরুনাছড়ি জোন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ে ১টি মোট ২টি ইঞ্জিন চালিত ফাইবার বোট প্রদান করা হয়েছে।
রাঙামাটি কাপ্তাই হ্রদ সংলগ্ন এলাকায় প্রত্যান্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্কুলমুখী করা এবং বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে এ ফাইবার বোট প্রদান করা হয়।
পাবলিক হেলথ্ জলযান ঘাটে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বরুনাছড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক শিশির কুমার চাকমা ও বরুনাছড়ি জোন নিন্ম মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রতন বড়ুয়ার হাতে বোটের চাবি তুলে দেন।
এ সময় পরিষদের সদস্য সবির কুমার চাকমা,পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা ও বিদ্যালয়ের শিক্ষকগন উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.