লামায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ

Published: 02 Jan 2016   Saturday   

বান্দরবানের লামায় মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের ৩০ হাজার ৩৬১জন শিক্ষার্থীর মাঝে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পাঠ্য পুস্তত বিতরণ উৎসব পালিত হয়েছে।

 

উপজেলা প্রশাসনের সহযোগীতায় মাধ্যমিক ও প্রাথমিক শিক্ষা অফিস কর্তৃক উপজেলার ৮৪টি প্রাথমিক ও এনজিও স্কুলের ২২হাজার ৭০০জন শিক্ষার্থীর এবং ২১টি মাধ্যমিক বিদ্যালয়ের ৭ হাজার ৬৬১জন শিক্ষার্থীর হাতে তুলে দেয়া হয়েছে ২০১৬ শিক্ষাবর্ষের নতুন পাঠ্যবই।


শুক্রবার প্রথমে নুনারবিল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বই বিতরণ দিয়ে প্রাথমিক স্তরের বই বিতরণ উৎসব শুরু হয়। বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ছাত্র-ছাত্রীদের হাতে নতুন পাঠ্য পুস্তক তুলে দেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অনুষ্ঠানের প্রধান অতিথি খালেদ মাহমুদ।

 

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার আশীষ কুমার মহাজন, স্কুল পরিচালনা কমিটি’র সভাপতি কাউন্সিলর মোঃ সাইফুদ্দিন, মহিলা কাউন্সিলর জাহানারা বেগম সহ প্রমূখ।

 

অপরদিকে, মাধ্যমিক পর্যায়ে লামা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের হাতে তুলে দেয়া হয় নতুন বই। বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটি’র সভাপতি আলহাজ্ব মোহাম্মদ ইসমাইল এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন লামা উপজেলা নির্বাহী কর্মকর্তা খালেদ মাহমুদ। অনুষ্ঠানে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোস্তাফিজুর রহমানসহ বিদ্যালয়ে শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত