বান্দরবানে পাঠ্যবই বিতরণ উৎসব

Published: 01 Jan 2016   Friday   

শুক্রবার বান্দরবানে নতুন পাঠ্য বই বিতরণ উৎসবের উদ্ধোধন করা হয়েছে।

 

বান্দরবান ক্ষুদ্র নৃ-গোষ্ঠী মিলনায়তনে  উৎসবের উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।

 

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী,জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোমিনুর রশিদ আমিন, জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুল আফছার, মাধ্যমিক জেলা শিক্ষা কার্যলয়ের ভারপ্রাপ্ত  কর্মকর্তা  মোঃ আবদুল কাদের,জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আবু ইউসুফ,জেলা পরিষদের সদস্য লক্ষি পদ দাশ, সিয়ং ইয়ং ম্রো।

 

এসময় শিক্ষা প্রতিষ্ঠান প্রধানহ শিক্ষার্থীরা  উপস্থিত ছিলেন। প্রধান অথিথি নতুন বছরের কোমলমতি শিক্ষার্থীদের হাতে নতুন পাঠ্য তুলে দিয়ে পাঠ্য বই বিতরণ উৎসবের উদ্ধোধন করেন।

 

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন,বছর শুরুর প্রথম দিনেই বই উৎসবের মাধ্যমে ছেলে মেয়েদের  হাতে বই তুলে দিয়ে  শেখ হাসিনা শিক্ষার মান বৃদ্ধি করে বিশ্বের দরবারে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন। বাংলাদেশ যেভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে তাকে বাধা দেয়ার শক্তি আর কারোর নেই। 

 

তিনি আরও বলেন জননেত্রী শেখ হাসিনার রাজনীতি হচ্ছে প্রত্যক ঘরে ঘরে শিক্ষার মান বৃদ্ধির মাধ্যমে বাংলাদেশকে বিশ্বের দরবারে মাথা উঁচু করে দাড়ানোর ব্যবস্থা করা। তিনি বলেন জালাও পোড়াও রাজনীতির মাধ্যমে দেশ এবং জনগনের কল্যান বয়ে আনে না,বরং দেশকে ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যায়।

 

তিনি শিক্ষকদের বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের অভিভাবক হিসাবে নিজের ছেলে মেয়ের মতন করে গড়ে তোলার আহবান জানিয়ে  পিএসসি এবং জেএসসি পরীক্ষায় যে সমস্ত বিদ্যালয় প্রথম স্থান অধিকার করবে তাদেরকে ২৫ হাজার টাকা এবং যে সব ছাত্র ছাত্রী ভাল রেজাল্ট করবে তাদেরকে ১০ হাজার টাকা করে অনুদান প্রদান করার  ঘোষনা  দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত