রাঙামাটিতে পাঠ্যবই বিতরণ উৎসব

Published: 01 Jan 2016   Friday   

শুক্রবার রাঙামাটিতে বিপুল উৎসাহ-উদ্দীপনায় পাঠ্যবই বিতরণ উৎসব অনুষ্ঠিত হয়েছে।

 

নতুন বছরের প্রথম দিনেই রাঙামাটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। পাঠ্য পুস্তক বিতরণকালে সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরিৎ কুমার চাকমা, সহকারী শিক্ষক সিগ্ধা চাকমা এবং শাহ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পূর্নিমা বড়ুয়া, সহকারী শিক্ষক অশ্র“ চৌধুরী, বলাকা চাকমা, গুনমিতা চাকমা, শাহীন আক্তার, দ্বিশা ত্রিপুরা, গৌরিকা তালুকদার’সহ শিক্ষার্থী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

 

অপরদিকে রাঙামাটি শাহ্ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন পরিষদের সদস্য অমিত চাকমা রাজু ।

 

পাঠ্যবই বিতরণকালে পরিষদ চেয়ারম্যান বলেন, জেলার সকল শিশুকে শিক্ষার আওতায় নিয়ে আসায় আমাদের প্রধান লক্ষ্য। বইয়ের অভাবে কোন শিক্ষার্থী যাতে ঝড়ে না পড়ে সেজন্য সবাইকে সজাগ থাকতে হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত