মঙ্গলবার কাপ্তাইয়ের সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের ৪৬তম ব্যাচের বিদায় সংবর্ধনা অনুিষ্ঠত হয়েছে ।
পলিটেকনিক ক্যাম্পাসে অনুষ্টিত ৫টি ব্যাচের ছাত্র/ছাত্রীদের উদ্যোগে অনুষ্ঠানের আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব প্রধান অতিথি ছিলেন ইউএনও দুলাল চন্দ্র সুত্রধর।
ইনষ্টিটিউটের অধ্যক্ষ আবদুল মালেকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কাপ্তাই ইউপি চেয়ারম্যান আবদুল লতিফ,বিএফআইডিসির এজিএম প্রকৌশলী মোস্তাক আহমেদ,সুইডিশ এসোসিয়েশনের সভাপতি তাজুল ইসলাম,কর্ণফুলী কলেজ অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী।
স্বাগত বক্তব্য রাখেন উপাধ্যক্ষ নুরুল কবির, পলিটেকনিকের ছাত্র আজিম,আলী আজম,সজিব, শামসুল ইসলাম। বিদায়ী ছাত্র/ছাত্রীদের পক্ষে বক্তব্য রাখেন জোনায়েদ আহমদ লাল,ওসমান গনী,শাহানা আক্তার শানু,এস,এম হানিফ, টিপু সুলতান, সালমান হোসেন,জামশেদুল আলম স্বপন,সুইডেন পলিটেকনিক শিক্ষক পরিষদ সভাপতি শাখাওয়াত হোসেন,শিক্ষক সমিতির সভাপতি সুজিত কুমার বিশ্বাস প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন পলিটেকনিক শিক্ষক মাইনুল হুদা সিরাজী,ছাত্র আলাউদ্দিন তারেক ও দোলা তালুকদার ।
সভার পূর্বে একটি বর্নাাঢ্য র্যালী ক্যাম্পাস থেকে নতুন বাজার ,জেটিঘাট সড়ক প্রদক্ষিণ করে। সভা শেষে ক্যাম্পাসে মনোজ্ঞ সাংস্কুতিক অনুষ্ঠান,চলচিচত্র প্রদর্শন ও ব্যান্ডসংগীত পরিবেশিত হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.