খাগড়াছড়ির ৭০টি প্রাথমিক বিদ্যালয়ে ক্রীড়া ও শিক্ষা উপকরণ প্রদান

Published: 23 Dec 2015   Wednesday   

খাগড়াছড়ির দীঘিনালা, পানছড়ি ও সদর উপজেলার ৭০টি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে বিপুল পরিমাণ ক্রীড়া ও শিক্ষা উপকরণ প্রদান করেছে বেসরকারী প্রতিষ্ঠান ‘জাবারাং কল্যাণ সমিতি’।

 

বুধবার সকালে প্রতিষ্ঠানটির সম্মেলন কক্ষে স্ব স্ব বিদ্যালয়ের শিক্ষকদের হাতে আনুষ্ঠানিকভাবে এসব সামগ্রী তুলে দেন, খাগড়াছড়ি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা পঞ্চানন বালা।


এর আগে জাবারাং’র সমন্বয়কারী বিনোদন ত্রিপুরা’র সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উন্নয়ন সংগঠক পপি ত্রিপুরা, ডালিম কুমার ত্রিপুরা এবং অনুরুপা চাকমা।


উল্লেখ্য, দাতা সংস্থা ‘মানুষের জন্য ফাউন্ডেশন’র সাহায্যপুষ্ট ‘মানসম্মত শিক্ষার জন্য তৃণমূল উদ্যোগ’ নামের একটি প্রকল্পের আওতায় পানছড়ি’র ২০টি, দীঘিনালার ২৫টি এবং সদর উপজেলার ২৫টি প্রাথমিক বিদ্যালয়ে এসব সামগ্রী দেয়া হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত