লামায় পিএসসি পরীক্ষায় ১ শিক্ষিকা সহ ৩ ভূয়া পরীক্ষার্থী আটক

Published: 30 Nov 2015   Monday   

 বান্দরবানের লামা উপজেলা পিএসসি পরীক্ষায় অন্যের নামে পরীক্ষা দিতে আসা তিন ভূয়া পরীক্ষার্থীকে আটক করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

 

আটককৃতরা হল, জাহেদুল ইসলাম(১২), আবুল হাসান(১১) ও রুমানা জান্নাত(১১)। তিনজনই ফাঁসিয়াখালী ই্উনিয়নের আনন্দ স্কুল বনফুর পাড়া কেন্দ্রের ছাত্র-ছাত্রী।

 

অনিয়মের কারণে পাড়া কেন্দ্রের শিক্ষিকা রুকসানা আক্তার মিলি (১৬) পিতা- সমশের উদ্দিকে আটক করা হয়।

 

অংহ্লারী পাড়া পরীক্ষা কেন্দ্রের ‘কেন্দ্র সচিব’ নাজেম উদ্দিন জানান,এলাকার কয়েকজনের অভিযোগের ভিত্তিতে আনন্দ স্কুলের তিন জন শিক্ষার্থী অনুপস্থিত থাকায় তাদের স্থলে ষষ্ঠ শ্রেণীর তিন জন শিক্ষার্থী পরীক্ষা দিচ্ছে। বিষয়টি আমলে নিয়ে সত্যতা যাচাই কালে এ তিন ভূয়া পরীক্ষার্থী ধরা পড়ে।

 

উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার যতীন্দ্র মোহন মন্ডল জানান, আটক তিনজন ছাত্র-ছাত্রী ও শিক্ষিকাকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্টেট এর কার্যালয়ে হাজির করা হয়। অভিযুক্তরা শিশু ও কিশোরী হওয়ায় তাদের মুচলেখা নিয়ে ছেড়ে দেয় আদালত।

 

লামা উপজেলা নির্বাহী অফিসার খালেদ মাহমুদ বলেন, ভূয়া তিন পরীক্ষার্থীদের পরীক্ষা বাতিল করা হয়েছে এবং আনন্দ স্কুলের শিক্ষিকা রুকসানা আক্তার মিলিকে চাকুরী থেকে বহিস্কার করার জন্য নির্দেশ দেয়া হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত