বাঘাইছড়ি আমতলি উচ্চ বিদ্যালয়কে বোট প্রদান

Published: 24 Nov 2015   Tuesday   

মঙ্গলবার রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে  বাঘাইছড়ি উপজেলার আমতলি উচ্চ বিদ্যালয়ের জন্য একটি ফাইবার বোট প্রদান করা হয়েছে। কাপ্তাই হ্রদ সংলগ্ন এলাকায় প্রত্যান্ত অঞ্চলের শিক্ষার্থীদের স্কুলমুখী  ও বিদ্যালয়ে নিয়মিত উপস্থিতি নিশ্চিতের লক্ষ্যে এ বোট প্রদান করা হয়।

পাবলিক হেলথ্ জলযান ঘাটে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষে বোটের চাবি আমতলি উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সহ-সভাপতি মোঃ রাসেলের হাতে তুলে দেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা। এ সময়  জেলা পরিষদের সদস্য ত্রিদিপ কান্তি দাশ, রেমলিয়ানা পাংখোয়া, পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা ও  বিদ্যালয়ের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত