বান্দরবানের লামা উপজেলায় ১১টি কেন্দ্রে মোট ৩ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী নিয়ে রোববার থেকে শুরু হয়েছে এবতেদায়ী ও প্রাইমারি সমাপনী পরীক্ষা। প্রথম দিনে ৩শ ২৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। এ অনুপস্থিতির জন্য অভিভাবকরা বিদ্যালয়ের শিক্ষকদের দায়ী করেছেন।
জানা যায়, লামা উপজেলায় এবতেদায়ী ও প্রাইমারি সমাপনী পরীক্ষায় ১১টি কেন্দ্রে প্রথম দিন রোববার শান্তিপুর্ণভাবে অনুষ্টিত হয়েছে। ১১টি কেন্দ্রে মোট ৩ হাজার ৪৭৪ জন শিক্ষার্থী অংশ নিয়েছে। তবে প্রথম দিনে ৩২৫ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। পরীক্ষা কেন্দ্রে আইন-শৃঙ্খলা বাহিনী নিরাপত্তা বিষয়ে সচেষ্ট ছিল।
লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কেন্দ্র সচিব মোঃ আবু ইউছুপ জানান,লামা সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এবতেদায়ী ও প্রাইমারী সমাপনী পরীক্ষা শান্তিপূর্ণভাবে অতিবাহিত হয়েছে।
পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি লামা উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহী নেওয়াজ জানান, প্রথম দিনের পরীক্ষা শান্তিপূর্ণভাবেই পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। তিনি আগামীতেও সকল পরীক্ষা শান্তি পূর্ণভাবে অনুষ্ঠানের জন্য এলাকার সচেতন মহলেরও সহযোগীতা কামনা করেছেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.