বরকলে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় প্রথম দিনে ৬৩জন শিক্ষার্থী অনুপস্থিত

Published: 22 Nov 2015   Sunday   

সারা দেশের ন্যায় রাঙামাটির বরকল উপজেলায় রোববার থেকে শুরু হয়েছে প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা। প্রথম দিনে ৯শ৩৫ জন পরীক্ষায় অংশ  নিলেও অনুপস্থিত  ছিল ৬৩ শিক্ষার্থী।

বরকল উপজেলা প্রাথমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, প্রাথমিক শিক্ষা সমাপনী ও ইবতেদায়ী শিক্ষা সমাপনী পরীক্ষা বরকল উপজেলার পাঁচ ইউনিয়নের মধ্যে ৮কেন্দ্রে সমাপনী পরীক্ষায় ৫শ ১৪ জন ও ছাত্রী ৪শ ৮৪ জন সহ সর্বমোট ৯শ ৯৮ জন ছাত্র-ছাত্রী ফরম পূরণ করেছিল। এর  মধ্যে পরীক্ষার প্রথম দিনে  ৯শ৩৫ জন পরীক্ষায় অংশ  নিলেও অনুপস্থিত  ছিল ৬৩ শিক্ষার্থী। পরীক্ষা  কেন্দ্রগুলো হল মিতিংগাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয়। এ কেন্দ্রে পরীক্ষার্থী ছিল ২শ ৩১জন, বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে কেন্দ্রে ১শ ৯৭ জন, জগন্নাথছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৯ জন, ভূষণছড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৯ জন, ছোটহরিণা সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ১শ ৬২জন, খুব্বাং সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৭৯ জন,  বামের মহালছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৯৬ জন ও ঠেগা করল্যাছড়ি সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ৬৫ জন।

বরকল উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা(ভারপ্রাপ্ত) মোঃ আলতাব হোসেন জানান, প্রথম দিনে ইংরেজী বিষয়ে পরীক্ষা দিয়েছে ৯শ ৩৫ জন ছাত্র-ছাত্রী। অনুপস্থিত ছিল ৬৩ জন ছাত্র-ছাত্রী।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত