বাইশারীতে প্রাথমিক সমাপনী পরীক্ষার প্রথম দিনে ৪৭ জন শিক্ষার্র্থী অনুপস্থিত

Published: 22 Nov 2015   Sunday   

নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে এবতেদায়ী ও প্রাথমিক বিদ্যালয় সমাপনী পরীক্ষার প্রথম দিন রোববার শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে।  প্রথম  দিনে পরীক্ষায় ৪৭ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিল। 

জানা  গেছে, উপজেলার বাইশারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত পরীক্ষায় ইউনিয়নের ১২টি প্রাথমিক বিদ্যালয়ের মোট ৪শ ৭২ জন শিক্ষার্থী ও শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার এবতেদায়ী শাখার মোট ১শ জন শিক্ষার্থী অংশগ্রহন করার কথা থাকলেও প্রথম দিনের পরীক্ষায় ১৪ জন এবতেদায়ী পরীকার্ক্ষী এবং ৩৩ জন প্রাইমারী সমাপনী পরীক্ষার্থী অনুপস্থিত ছিল। 

তাংগারা বিচামার সরকারী প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক উসমান গনী ও সচিব বাইশারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবু শ্রীবাস চন্দ্র দাস জানান, বাইশারী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনুষ্ঠিত এবতেদায়ী ও প্রাইমারী সমাপনী পরীক্ষা প্রথম দিন শান্তিপূর্ণ ভাবে অতিবাহিত হয়েছে। 

পরীক্ষা কেন্দ্রের দায়িত্বে নিয়োজিত উপজেলা নির্বাহী কর্মকর্তার প্রতিনিধি  মহিউদ্দিন জানান, প্রথম দিন পরীক্ষা শান্তিপূর্ণ ভাবেই অনুষ্ঠিত হয়েছে। তিনি আগামীতেও সকল পরীক্ষা শান্তিপূর্ণ ভাবে অনুষ্ঠিত করতে  এলাকার সচেতন মহলের সহযোগীতা কামনা করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত