বৃহস্পতিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রাথমিক সমাপনী পরীক্ষার্থীদের বিদায়, দোয়া মাহফিল ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
বিদ্যালয় মাঠে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ। বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোঃ আলম কোম্পানী সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বিশেষ ছিলেন, বীর মুক্তিযোদ্ধা ডাঃ হাশেম সরওয়ার, বাইশারী শাহ নুরুদ্দীন দাখিল মাদ্রাসার সভাপতি মোঃ আব্দুর রশিদ, সাবেক ইউপি সদস্য মোঃ শফি, সাবেক ইউপি সদস্যা সাবেকুন্নাহার, ইউপি সদস্যা আয়েশা আক্তার, লম্বাবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মঞ্জুরুল আলম, পরিচালনা কমিটির সদস্য বেগম শফি, গুল আরজ ও বেগম মনির হোসেন লাল।
এছাড়া বক্তব্যে রাখেন বাইশারী তদন্ত কেন্দ্রের ইনচার্জ আনিছুর রহমান, বাইশারী উচ্চ বিদ্যালয়ের সভাপতি শাহাব উদ্দীন, উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটি ও বড়বিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি চৌধুরী ইয়াহিয়া, ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মৌওলানা আব্দুর রহিম, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি মোঃ বাবুল হোসেন বিশ্বাস, ছাত্রলীগ সভাপতি মোঃ রিয়াজ উদ্দীন শাহীন প্রমুখ। স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক আলহাজ্ব মোঃ কামাল হোছাইন। করেন । অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী শিক্ষক মিজানুর রহমান।
অনুষ্ঠান শেষে হাফেজ মোঃ আলমের মোনাজাতের মাধ্যমে দেশ ও জাতির কল্যাণ কামানা ও পরীক্ষার্থীদের জন্য বিশেষ প্রার্থনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নাইক্ষ্যংছড়ি উপজেলা শিক্ষা অফিসার আবু আহমেদ বলেন, আলোকিত জাতি গঠনে শিক্ষার কোন বিকল্প নেই। বর্তমান সরকার প্রাথমিক শিক্ষাকে গুরুত্ব দিয়ে বেতন ভাতা নানা প্রকার সুযোগ সুবিধাসহ বছরের শুরুতেই পাঠ্যবই ছাত্র ছাত্রীদের হাতে পৌছে দিয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.