সাপছড়িতে মাতৃভাষা ভিত্তিক শিক্ষাকেন্দ্র পরিদর্শনে আঞ্চলিক পরিষদ ও ব্লাষ্টের প্রতিনিধি দল

Published: 05 Nov 2015   Thursday   

বৃহষ্পতিবার পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ ও ব্লাষ্টের একটি প্রতিনিধি দল রাঙামাটির সাপছড়ি ইউনিয়নে মাতৃভাষাভিত্তিক শিক্ষাকেন্দ্র পরিদর্শন করেছেন।

বেসরকারী উন্নয়ন সংস্থা আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্র দ্বারা পরিচালিত সাপছড়ি ইউনিয়নে মাতৃ ভাষা ভিত্তিক শিক্ষাকেন্দ্র পরিদর্শনকালে প্রতিনিধি দলের মধ্যে ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের  সহকারী নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা, আঞ্চলিক পরিষদের ইনফরমেশন রিসোর্স সেন্টারের কর্মকর্তা অম্লান চাকমা ও ব্লাষ্টের প্যারালিগ্যাল সুগন্ধী চাকমা।

অপরদিকে প্রতিনিধি দলটি পরিদর্শন শেষে ব্লাষ্টের সহযোগীতায় আশিকার আয়োজনে একটি আইনী সচেতনতামূলক এ্যাডভোকেসী সভায় যোগদান করেন। সভায় প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের  সহকারী নির্বাহী কর্মকর্তা সুবর্ণা চাকমা। সাপছড়ি ইউনিয়নের ১নং ওয়ার্ড মেম্বার নিরু কুমার চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন  সাপছড়ি ইউপির ১,২ ও ৩ নং ওর্য়াড মেম্বার সঞ্জিরা চাকমা। এছাড়া অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন আশিকা মানবিক উন্নয়ন কেন্দ্রের প্রোগ্রাম ডিরেক্টর এ্যাডভোকেট কক্সী তালুকদারসহ প্রকল্পের কর্মকর্তা ও  ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিরা। 

সভার প্রধান অতিথি সুবর্ণা চাকমা,‘শিশুদের সুরক্ষায় প্রচলিত আইন ও নীতিমালার প্রতি শ্রদ্ধাশীল হয়ে প্রত্যেককে সচেতনা সৃষ্টি এবং সবাইকে অন্যান্য আইনী সুরক্ষার আওতাভূক্ত হওয়ার জন্য অনুরোধ করেন।

উল্লেখ্য, সেভ ডি চিলড্রেন-এর অর্থায়নে পরিচালিত সাপছড়িতে মাতৃভাষা ভিত্তিক শিক্ষা কেন্দ্রগুলো প্রাক-প্রাথমিক পর্যায়ে শিক্ষা প্রদান করে আসার পাশপাশি সরকারী স্কুলগুলোতে আদিবাসী শিশুর ঝড়ে পড়া রোধ করতে প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ছাত্র-ছাত্রীদের আফটার স্কুল সাপোর্ট দিয়ে যাচ্ছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত