মঙ্গলবার রাঙামাটির ৬টি প্রাথমিক স্কুল, জেলা প্রাথমিক শিক্ষা অফিস ও আইসিডিপি কার্যালয়কে বোট ও নিরাপত্তা সরঞ্জামাদি প্রদান করা হয়েছে। রাঙামাটি কাপ্তাই হ্রদ সংলগ্ন এলাকায় ইউনিসেফের শিক্ষাবান্ধব প্রকল্পের আওতায় প্রত্যন্ত অঞ্চলের শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি নিশ্চিত করার লক্ষ্যে ইউনিসেফ ও রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষে এ সামগ্রি প্রদান করা হয়।
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যানের কক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বোটের চাবি ও নিরাপত্তা সরঞ্জামাদি জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ও বিদ্যালয়ের প্রধান শিক্ষকের হাতে তুলে দেন। এসময় জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এসএম জাকির হোসেন, নির্বাহী কর্মকর্তা ছাদেক আহমদ, জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুল ইসলাম, ইউনিসেফের কর্মকর্তা মংইয়াই, আইসিডিপি কর্মকর্তা’সহ প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, রাঙামাটির সদর উপজেলার বালুখালী ইউনিয়নের হাজারীবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি, শিক্ষাধন কার্বারী পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি, সাপমারা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি, মগবান ইউনিয়নের ঈশ্বর চন্দ্র দেওয়ান পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি, কেরেট কাটা নয়াভাঙ্গা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি, সাপছড়ি ইউনিয়নের দীঘলবাগ সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ১টি, জেলা প্রাথমিক শিক্ষা অফিসে ১টি ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের সমন্বিত সমাজ উন্নয়ন প্রকল্পের পাড়াকেন্দ্রের জন্য ২টিসহ সর্বমোট ৯টি ফাইবার গ্লাস বোট ও নিরাপত্তা সরঞ্জামাদি যথা লাইফ বয়া, লাইফ জ্যাকেট প্রদান করা হয়।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.