বান্দরবানে শিক্ষার্থীদের মাঝে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃত্তি প্রদান

Published: 01 Nov 2015   Sunday   

শনিবার বান্দরবানে  তিন পার্বত্য জেলায় ১ হাজার ৬৮ জন শিক্ষার্থীদের মাঝে পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের বৃত্তি প্রদান করা হয়েছে। 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবান অঞ্চলের নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ের হল রুমে অনুষ্ঠিত বৃত্তি প্রদান অনুষ্ঠানে  প্রধান অতিথি ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। বিশেষ অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ,পুলিশ সুপার মিজানুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক ফারুক হোসেন, বান্দরবান সরকারী বলেজের অধ্যক্ষ একে ফজলুল হক,পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড বান্দরবানের নির্বাহী প্রকৌশলী আবদুল আজিজ,বৃত্তি গ্রহন কারী ছাত্রী ফৌজিয়া নুর নাবিলা,লাবন্য মার্মা প্রমুখ। অনুষ্ঠান শেষে তিন পার্বত্য জেলায় মোট ১ হাজার ৬৮ জন শিক্ষার্থীদের মাঝে বৃত্তি প্রদান করেন প্রধান অতিথিরা।  প্রতিমন্ত্রী নবনির্মিত অরুন সারকি টাউন হল পরিদর্শন করেন

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর বলেন, কতিপয় আঞ্চলিক রাজনৈতিক দলের নেতারা পার্বত্য চট্টগ্রামে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলতে বিরোধীতা করছে। পার্বত্য চট্টগ্রামের ছাত্র-ছাত্রীরা যদি পার্বত্য চট্টগ্রামেই উচ্চ শিক্ষা লাভ করতে পারে তা নিশ্চিত করতে হবে।

তিনি আরও বলেন আলাপ আলোচনার মাধ্যমে যা করা সম্ভব বন্দুকের নলের মাধ্যমে তা করা কখনো সম্ভব নয়্। জননেত্রী শেখ হাসিনা দীঘ আলাপ আলোচনার মাধ্যমে ১৯৯৭ সালের ২ ডিসেম্বর ঐতিহাসিক  পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন। তিনি বলেন শান্তি চুক্তি যখন হয়েছে বাস্তবায়ন করা হবে। ইতোমধ্যে  চুক্তির অনেক ধারা বাস্তবায়ন হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত