সারা দেশের ন্যায় রোববার থেকে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতেও শুরু হয়েছে জেএসসি পরীক্ষা। প্রথম দিন শান্তিপুর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে।
জানা যায়, এবার নাইক্ষ্যংছড়ি উপজেলায় বাইশারী উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠিত পরীক্ষায় বাইশারী উচ্চ বিদ্যালয় ও ঈদগড় আমির মোহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়সহমোট ৩৫২ জন পরীক্ষার্থী অংশগ্রহন করার কথা ছিল। তবে রোববার থেকে অনুষ্ঠিত জেএসসি পরীক্ষায় মোট ৩৪৯ জন পরীক্ষার্থী অংশ গ্রহন করেছে। তার মধ্যে ছাত্র সংখ্যা ১৪৩ জন এবং ছাত্রী সংখ্যা ২০৯ জন। এতে অনুপস্থিত ছিল ৩ জন পরীক্ষার্থী।
রোববার জেএসএসসির পরীক্ষার প্রথম দিনে বাইশারী উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন বিদ্যালয়ে পরীক্ষা শান্তিপূর্ণভাবে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
ঈদগড় আমির মোহাম্মদ বদিউদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম. মতিলাল সিকদার ও সচিব বাইশারী উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক বাবু শ্রীবাস চন্দ্র দাস জানান,শান্তিপূর্ণ পরিবেশে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.