নাইক্ষ্যংছড়িতে জেডিসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা অনুষ্ঠান

Published: 29 Oct 2015   Thursday   

বৃহস্পতিবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ির বাইশারী শাহ্ নুরুদ্দীন দাখিল মাদ্রাসায় এবতেদায়ী ও জেডিসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

মাদ্রাসা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মোঃ আব্দুর রশিদের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বাইশারী ইউপি চেয়ারম্যান ও বিএনপির সভাপতি মনিরুল হক। অতিথি ছিলেন মাদ্রাসা প্রতিষ্ঠাতা সদস্য আলহাজ মোঃ ইলিয়াছ, সাবেক মহিলা ইউপি সদস্য সাবেকুন্নাহার, বিশিষ্ট শিক্ষানুরাগী গনমাধ্যমকর্মী আব্দুল হামিদ, মাদ্রাসা সুপার মাওলানা নুরুল হাকিম, সিনিয়র শিক্ষক মাওলানা আব্দুল্লাহ, আল-নজির ফাউন্ডেশনের ভারপ্রাপ্ত পরিচালক মাহমুদুল হাছান, মাওলানা আব্দুল গফুর, মাওলানা তমিম গোলাল, মাওলানা জয়নাল আবেদীন, শিক্ষক মহি উদ্দিন, শিক্ষক ওসমান, মাওলানা আমানুল হক, বিশিষ্ট ব্যবসায়ী জসিম উদ্দিন, ব্যবসায়ী নুরুল কবির, প্রাক্তন মাদ্রাসা ছাত্র পরিষদ সভাপতি আমানুল হক, অফিস সহাকারী মাওলানা নাজের উদ্দিন। এসময় বিদায়ী ছাত্র-ছাত্রী ও অভিভাবকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে উপস্থিত ছাত্র-ছাত্রী, অভিভাবক ও শিক্ষকরা বিদায়ী পরীক্ষার্থীদের জন্য দেশ মাতৃকার কল্যানে বিশেষ মোনাজাতের মাধ্যমে দোয়া কামনা করেন। 

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত