খাগড়াছড়ির পানছড়ি উপজেলার নালকাটা উচ্চ বিদ্যালয়ে রোববার মাল্টিমিডিয়া ক্লাশ রুম উদ্ধোধন করা হয়েছে।
নালকাটা উচ্চ বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বর্তমান খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরা রোববার সকাল ১১টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ মাল্টিমিডিয়া ক্লাশ রুম উদ্ধোধন করেন। নালাকাটা উচ্চ বিদ্যালয়ের হল রুমে আয়োজিত অনুষ্ঠানে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও লতিবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শান্তি জীবন চাকমার সভাপতিত্বে এসময় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও উন্নয়ন বিষয়ক আহবায়ক মংশাপ্রু চৌধুরী অপু, জেলা পরিষদের সদস্য শতরুপা চাকমা ও নিগার সুলতানা। বক্তব্যে রাখেন নালকাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিশ দত্ত চাকমা, পানছড়ি উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব প্রমূখ।
প্রধান অতিথির বক্তব্যে জেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান খগেশ্বর ত্রিপুরা বলেন,শিক্ষার কোনো বিকল্প নেই। এ এলাকার আশেপাশে কোনো উচ্চ বিদ্যালয় না থাকায় তিনি নালাকাটা উচ্চ বিদ্যালয়টি করার উদ্যোগ নেন। সেজন্য তাকে অনেক অনেক পরিশ্রম করতে হয়েছে। তখন তিনি ছিলেন এ ইউনিয়নে চেয়ারম্যান। এ ইউনিয়ন থেকে তিনি তিন বার নির্বাচিত চেয়ারম্যান হয়েছেন। সে সময় এলাকার মানুষের অনেক সহযোগিতা পেয়েছেন।
তিনি অভিভাবকদের উদেশ্যে বলেন আপনাদের ছেলে-মেয়েদের লেখাপড়া করান,যেন শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির জন্য উন্নয়ন করতে পারে। সে জন্য আপনাদেরকে সচেতন হতে হবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.