নভেম্বরে শুরু হচ্ছে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম

Published: 15 Oct 2015   Thursday   

আগামী নভেম্বর মাসের যে কোন সময়ে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু  করা হচ্ছে। তবে বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ভবন নির্মান না হওয়া পর্যন্ত রাঙামাটি শহরের যে কোন শিক্ষা প্রতিষ্ঠানের অস্থায়ী ক্যাম্পাস এ পাঠদান কার্যক্রম শুরু চালানো হবে।

বৃহস্পতিবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সংক্রান্ত এক জরুরী সভায় এ সিদ্ধান্তের কথা জানানো হয়। 

জেলাা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসক সামসুল আরেফিনের সভাপতিত্বে  অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রদানেন্দু বিকাশ চাকমা, রাঙামাটি সরকারী মেডিকেল কলেজের অধ্যক্ষ টিপু সুলতান, অতিক্তি জেলা প্রশাসক মোস্তফা জামান, ভারপ্রাপ্ত পুলিশ সুপার নাজমুল হাসান,রাঙামাটি পার্বত্যজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ড. মানিক লাল দেওয়ান, রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্স বাঞ্চিতা চাকমা, পার্বত্য চট্টগ্রাম নাগরিক কমিটির সভাপতি গৌতম দেওয়ান, জাতীয় মানবধিকার কমিশনের সদস্য নিরুপা দেওয়ান, রাঙামাটি পৌর মেয়র সাইফুল ইসলাম ভুট্টো, রাঙামাটি জেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক মুছা মাতব্বর, রাঙামাটি প্রেস ক্লাবের সাবেক সভাপতি সুনীল কান্তি দে, রাঙামাটি জেলা পরিষদের সাবেক সদস্য মরিুজ্জামান মহসিন রানাসহ গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সভায় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য প্রদানেন্দু বিকাশ চাকমা  বিশ্ববিদ্যালয়ের ভর্তি হওয়া শিক্ষার্থীরা যাতে সেশনজটে না পড়ে এবং শান্তিপুর্নভাবে পাঠদান  শুরু করা যায়  সে  জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

সভায় বক্তারা পার্বত্য এলাকার অনগ্রসর জাতিগোষ্ঠির ভাগ্য উন্নয়নে সকলকে ঐক্যবদ্ধভাবে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ও মেডিকেল কলেজের কার্যক্রমকে এগিয়ে নেয়া প্রয়োজন বলে মত প্রকাশ করেন। বক্তারা পাহাড়ী-বাঙ্গালী সকলকে আস্থায় নিয়ে কাজ করা হলে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঠদান কার্যক্রম শুরু করা সম্ভব। তবে কোন সমস্যা থাকলে সেটি আলোচনার মাধ্যমে সমাধান করারও মত প্রকাশ করেন  উপস্থিত বক্তারা ।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত