রাঙামাটিতে দুটি শিক্ষা প্রতিষ্ঠানে যুব ও সহশিক্ষা কার্যক্রমের উপর অবহিতকরণ সভা

Published: 08 Oct 2015   Thursday   

বৃহস্পতিবার সকালে রাঙামাটির বিএম ইন্সটিটিউটে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যুব ও সহশিক্ষা কার্যক্রমের অংশ হিসেবে অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি জেলা ইউনিটের আয়োজনে সভায় প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য অমিত চাকমা রাজু। সভাপতিত্ব করেন রাঙামাটি বিএম ইন্সটিটিটের অধ্যক্ষ মাহ্মুদুন নবী খান। এতে বিশেষ অতিথি ছিলেন রেড ক্রিসেন্ট সোসাইটি রাঙামাটি ইউনিটের সাধারণ সম্পাদক এম জিসান বখতিয়ার, রাঙামাটি বিএম ইন্সটিটিউটের সহকারী অধ্যক্ষ মোঃ মোস্তাফিজুর রহমান,  প্রভষাক আনন্দ জ্যোতি চাকমা ও রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের ইউনিট লেভেল কর্মকর্তা নাসরিন আক্তার। অনুষ্ঠান পরিচালনা করেন রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের পরিকল্পনা বিভাগীয় প্রধান মোঃ রাকিবুল ইসলাম।

রেড ক্রিসেন্টের কার্যক্রম সম্পর্কে উপস্থিত যুবদের ধারনা প্রদান করেন  রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের যুবক প্রশিক্ষক রাকিবুল হাসান ভুঁইয়া।

সভায় বক্তরা বলেন, বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার, শিক্ষার উন্নয়নে সরকার বিনামূল্যে বই, শিক্ষাবৃত্তি প্রদান, শিক্ষা প্রতিষ্ঠান নির্মাণ, সংস্কারসহ বিভিন্ন উন্নয়নের পাশাপাশি যুবদের রেড ক্রিসেন্টে অন্তর্ভুক্ত করে মানব সেবায় উজ্জীবিত করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করেছে সরকার। তারই ধারাবাহিকতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক এই সহশিক্ষা কার্যক্রম।

বক্তরা বলেন, আতœমানবতা সেবায় রেড ক্রিসেন্ট বিশ্বব্যাপী নিরলসভাবে কাজ করে যাচ্ছে। মানব ও প্রকৃতি সৃষ্ট সকল দূযোর্গে রেড ক্রিসেন্ট সবসময় এগিয়ে যায় মানব সেবায়। মানব সেবার এই আন্দোলনে দেশের প্রতিটি যুবদের এগিয়ে আসার আহ্বান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

 

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত