পার্বত্য চুক্তি বাস্তবায়নের দাবীতে পিসিপির ডাকে রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় ছাত্র ধর্মঘট চলছে

Published: 07 Oct 2015   Wednesday   

পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবীতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে সন্তু লারমার নেতৃত্বাধীন পাহাড়ী ছাত্র পরিষদ(পিসিপি)-এর ডাকে বুধবার রাঙামাটিসহ তিন পার্বত্য জেলায় ছাত্র ধর্মঘট চলছে।

ছাত্র ধর্মঘটের ফলে বুধবার সকাল থেকে রাঙামাটির সরকারী কলেজ, মহিলা কলেজসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন কর্মসূচী পালন করছে। শিক্ষার্থীদের ক্লাশ বর্জনের কারনে কোথাও কোনো ক্লাস-পরীক্ষা হয়নি। ছাত্র ধর্মঘটকে কেন্দ্র করে অপ্রীতিকর ঘটনা নিয়ন্ত্রণে শহরের প্রত্যেকটি শিক্ষা প্রতিষ্ঠানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

পাহাড়ী ছাত্র পরিষদের কেন্দ্রীয় সভাপতি বাচ্চু চাকমা জানান, পার্বত্য চুক্তি বাস্তবায়নে সময় সূচিভিত্তিক কর্মপরিকল্পনা ঘোষনার দাবিতে সন্তু লারমার ঘোষিত অসহযোগ আন্দোলনের কর্মসূচি হিসেবে বুধবার রাঙামাটিসহ তিন পার্বত্য  জেলার প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয়  এবং কলেজ  ও বিশ্ববিদ্যালয়ে এ ছাত্র ধর্মঘট ডাকা হয়েছে। এ ছাত্র ধর্মঘট বিদ্যালয় ও কলেজের ক্লাশ চলাকালীন পর্ষন্ত চলবে।

উল্লেখ্য, গেল ৩০ সেপ্টেম্বর রাঙামাটিতে এক সমাবেশ থেকে পাহাড়ী ছাত্র পরিষদের  কেন্দ্রীয় কমিটি থেকে পার্বত্য চট্টগ্রাম চুক্তি বাস্তবায়নের দাবীতে অসহযোগ আন্দোলনের অংশ হিসেবে বুধবার  তিন পার্বত্য  জেলায় প্রাথমিক, মাধ্যমিক বিদ্যালয় ও কলেজের ছাত্র ধর্মঘটের কর্মসূচি ঘোষনা করা হয়।

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত