মঙ্গলবার রাঙামাটি পাবলিক কলেজ ও বিএম ইনষ্টিটিউটকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ থেকে ৫লক্ষ টাকার চেক প্রদান করা হয়েছে।
জেলা পরিষদ চেয়ারম্যান কক্ষে পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা রাঙামাটি পাবলিক কলেজের অধ্যক্ষ তাসাদ্দিক হোসেন কবীরের হাতে ৩ লক্ষ এবং বিএম ইনষ্টিটিউটের অধ্যক্ষ মাহামুদুর রহমান খানের হাতে ২লক্ষ টাকার চেক তুলে দেন। এ সময় রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা এস এম জাকির হোসেন উপস্থিত ছিলেন।
এসময় জেলা পরিষদ চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের শিক্ষা প্রসারে এখানকার নতুন প্রজন্মকে শিক্ষিত করে গড়ে তুলতে বর্তমান সরকারের নেয়া কার্যক্রম পর্যায়ক্রমে বাস্তবায়িত করতে সকলকে একযোগে সহযোগিতার মনোভাব নিয়ে এগিয়ে আসতে হবে।
তিনি আরও বলেন, পাহাড়ের সুবিধা বঞ্চিত শিক্ষার্থীদের শিক্ষালাভের সুযোগ সৃষ্টির লক্ষ্যে প্রতিষ্ঠা করা হয় বিএম ইনষ্টিটিউট ও রাঙামাটি পাবলিক কলেজ। এ প্রতিষ্ঠান দুটির উন্নয়নে সমাজের বিত্তবানরা এগিয়ে আসলে এলাকার শিক্ষার্থীরা উচ্চশিক্ষা লাভের সুযোগ পাবে।
তিনি বলেন, রাঙামাটি পাবলিক কলেজের ১প্রথম বর্ষপূর্তীতে গেস্ট অব অনার হিসেবে উপস্থিত থেকে বক্তব্য প্রদানকালে পাবলিক কলেজের শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা পরিশোধে পরিষদ হতে ৩লক্ষ টাকা ও রাঙামাটি বিএম ইনষ্টিটিউটের শিক্ষার্থীদের জন্য কম্পিউটার ও অন্যান্য সরঞ্জাম ক্রয়ের জন্য ২লক্ষ টাকা অনুদান দেয়ার ঘোষণা দিয়ে ছিলাম। আজ তা পূরণ করতে পেরে আমি গর্ববোধ করছি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.