পার্বত্যাঞ্চলের মানুষের কল্যণে ও শান্তিপূর্ন পরিবেশ সৃষ্টিতে পার্বত্য শান্তি চুক্তি-পার্বত্য প্রতিমন্ত্রী

Published: 30 Sep 2015   Wednesday   

পার্বত্য বিষয়ক প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি পার্বত্য এলাকার সকল সমস্যাগুলোকে চিহ্নিত করে দল মত ধর্ম-বর্ণ নির্বিশেষে বসে সমাধানের পথ খুঁজে বের করে সামনের দিয়ে অগ্রসর হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

তিনি বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা পার্বত্যাঞ্চলের বসবাসরত মানুষের কল্যানের কথা চিন্তা শান্তিপূর্ন পরিবেশ সৃষ্টির লক্ষ্যে সংলাপের মাধ্যমে পার্বত্য শান্তি চুক্তি স্বাক্ষর করেছেন। এর ফলে আজ পাহাড়ের শিক্ষার্থীরা মেডিকেল কলেজ ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাধ্যমে উন্নততর শিক্ষা লাভ করার সুযোগ সৃষ্টি হয়েছে। শিক্ষার্থীদের অস্ত্রের চেয়ে কলমের শক্তি অনেক বেশী একথা একদিন প্রমাণ করবে পাহাড়ের ছেলে-মেয়েরা। কারণ পার্বত্য জনগন দেশের জন্য বোঝা নয়, তারাও দেশের সম্পদ।

বুধবার কাপ্তাইয়ের কর্ণফুলী ডিগ্রী কলেজের মারমা ছাত্র-ছাত্রীদের নবীন বরন ও বই বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন ।

বাংলাদেশ মারমা স্টুডেন্টস্ কাউন্সিল কাপ্তাই উপজেলা শাখা ও কাপ্তাই কর্ণফুলী ডিগ্রী কলেজের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নবীন বরন ও বই বিতরণ উদযাপন পরিষদের আহবায়ক ভদন্ত উত্তমালংকার ভিক্ষু। সভায় সন্মানিত অতিথি ছিলেন সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান বৃষকেতু চাকমা, খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরী, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, মারমা সাংস্কৃতিক সংস্থা কাপ্তাই উপজেলা শাখার সভাপতি অংসুছাইন চৌধুরী, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য অংসুইপ্রু চেীধুরী, থোয়াইচিং মং মারমা, সান্তনা চাকমা, বান্দরবান জেলা পরিষদ সদস্য টিংটিং ম্যা মারমা, ইউএনও দুলাল চন্দ্র সুত্রধর, কর্ণফুলী ডিগ্রী কলেজের অধ্যক্ষ এ এইচ এম বেলাল চৌধুরী, ৫নং ওয়াগ্যা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অংহ্লাচিং মারমা। , মারমা স্টুডেন্ট কাউন্সিলের সভাপতি বোঅংসিং মারমা বক্তব্য প্রদান করেন।

অনুষ্ঠানে শুরুতে জাতীয় সংগীত ও মারমা সংগীত পরিবেশনের মধ্য দিয়ে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের সুচনা করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি মারমা স্টুডেন্টস্ কাউন্সিলের ম্যাগাজিন শিক্ষা উপকরন ক্রয়ের জন্য ৫০ হাজার টাকা প্রদান করেন। আলোচনাসভা শেষে অতিথিরা ২০১৫-১৬ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণীর মারমা শিক্ষার্থীদের মাঝে বই বিতরণ এবং মারমা স্টুডেন্টস্ কাউন্সিলের মারমা শিক্ষার্থীদের ছাত্রাবাস ভবনের উদ্ধোধন করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী আরও বলেন, শিক্ষার কাছে কোন ধর্ম বর্ন নেই হাজারো কষ্টের মাঝেও আমাদের সুশিক্ষা ভালো জ্ঞান অর্জন করতে হবে। তিনি বলেন, মারমা শিক্ষা উন্নয়নমূলক কার্যক্রমের মাধ্যমে মারমা শিক্ষার্থীরা অনেক এগিয়ে এসেছে। সৎ লক্ষ্যকে সামনে রেখে সমাজ ও দেশের সেবায় মারমা সম্প্রদায়ের ছেলেমেয়েরা সম্পদে পরিনত হতে সকল প্রকার সহযোগিতা প্রদান করা হবে বলে তিনি প্রতিশ্রুতী ব্যক্ত করেন।

সাবেক পার্বত্য প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার অভিযোগ করে বলেন, লেখাপড়া বাদ দিয়ে পার্বত্য চুক্তি বাস্তবায়নে অস্ত্র ধর এ ধরনের শ্লোগান দিয়ে যাচ্ছে পার্বত্য চট্টগ্রামের কিছু আঞ্চলীক রাজনৈতিক দল। এ ধরনের শ্লোগান কোন একটি শিক্ষিত দল বলতে পাওে না। এ ধরনের দলকে ধিক্কার দিয়ে সুশিক্ষায় শিক্ষা গ্রহনের পরামর্শ দেন তিনি উপস্থিত মারমা শিক্ষার্থীদের।

তিনি আরও বলেন, বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে বিনামূল্যে বই ও শিক্ষাবৃত্তি প্রদান করছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্টান, রাস্তাঘাট মন্দির, মসজিদ, গীর্জা নির্মান করে দিচ্ছে দেশের মানুষের কল্যানে। তিনি বলেন উন্নয়নের ধারাবাহিকতা রক্ষা করতে হলে জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই।

বিশেষ অতিথির বক্তব্যে রাঙােমাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান বৃষ কেতু চাকমা বলেন, শিক্ষা ছাড়া কোন জাতি মাথা উচুঁ করে দাড়াতে পাওে না। আগামীতে যুব সমাজ শিক্ষিত সমাজ সমৃদ্ধশালী দেশ গঠনে বিরাট ভুমিকা রাখবে। এ জন্য আওয়ামীলীগ সরকার সবসময় পাশে থাকবে। কারণ বর্তমান সরকার শিক্ষা বান্ধব সরকার।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত