বুধবার রাঙামাটি সদর উপজেলার ঝগড়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ(টিআইবি) এর সহযোগী সংগঠন সচেতন নাগরিক কমিটি(সনাক) রাঙামাটির উদ্যেগে ঝগড়াবিল সরকারী প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন সনাক সহ-সভাপতি জনাব অমলেন্দু হাওলাদার। বক্তব্য রাখেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম মনিরুদ্দিন, সনাক এর শিক্ষা বিষয়ক উপ-কমিটির সদস্য জনাব কনিকা বড়ুয়া ও এসএমসি সভাপতি রতন তঞ্চঙ্গ্যা, বিদ্যালয়ের সহকারী শিক্ষক ঊষা মারমা ।
অনুষ্ঠান সঞ্চালনা করেন টিআইবি রাঙামাটির এরিয়া ম্যানেজার মাসুদুল আলম। সমাবেশে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মা ও বাবা, এসএমসি সদস্যবৃন্দ, বিদ্যালয়ের শিক্ষকবৃন্দ, সনাক ও স্বজন সদস্য, ইয়েস ও ইয়েস ফ্রেন্ড এবং টিআইবির কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
সমাবেশে উন্মুক্ত আলোচনায় অভিভাবক ও এসএমসি সদস্যবৃন্দ বলেন শ্রেনী কক্ষে পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বিশেষভাবে নজর দেয়া, শিক্ষা কর্মকর্তাদের নিয়মিত বিদ্যালয় পরিদর্শনের মাধ্যমে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার গুনগত মান নিশ্চিত করে। আলোচনায় বিদ্যালয়ে খেলাধুলার সরঞ্জাম অপ্রতুলতা এবং বর্তমানে দপ্তরী না থাকায় ছাত্র ছাত্রীদের বিদ্যালয় পরিস্কার রাখতে হয়।
উন্মুক্ত আলোচনায় অংশগ্রহনকারীরা সনাক-টিআইবি’র মাধ্যমে উল্লিখিত বিষয়ে উর্দ্ধতন শিক্ষা কর্তৃপক্ষের সাথে আলোচনা করার মতামত ব্যক্ত করেন।
সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এ এস এম মনিরুদ্দিন তার বক্তব্যে বলেন শ্রেনী কক্ষে শিক্ষকরা আগ্রহ ও দায়িত্ববান হলে শিক্ষার্থীদের উন্নতমানের পাঠদান সম্ভব। তিনি এসব বিষয়ে এসএমসি-কে সক্রিয় ভূমিকা পালনের আহবান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.