রাঙামাটি শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে জেলা পরিষদের আর্থিক সহায়তা

Published: 29 Sep 2015   Tuesday   

মঙ্গলবার রাঙামাটির শিশু পরিবারের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ ক্রয়ের জন্য আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে।

সরকারী শিশু পরিবারের শিক্ষার্থীদের পরিদর্শনকালে জেলা পরিষদ সদস্য ও জেলা সমাজ সেবা বিভাগের আহ্বায়ক স্মৃতি বিকাশ ত্রিপুরা এ অর্থ প্রদান করেন। এ সময় শিশু পরিবারের উপ-তত্ববধায়ক রুপনা চাকমা, বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ’য়াছড়ির কার্বারী মহেন্দ্র লাল ত্রিপুরা উপস্থিত ছিলেন।

পরিষদ সদস্য স্মৃতি বিকাশ ত্রিপুরা বলেন, অসহায় দরিদ্র শিশুদের পাশে সরকারের পাশাপাশি সমাজের বিত্তবানদের এগিয়ে আসতে হবে। জেলার বিভিন্ন স্থান থেকে আগত শিশু পরিবারের শিশুরা আমাদের সমাজের একটি অংশ। সমাজের বিত্তবান ও বিভিন্ন সমাজ উন্নয়ন সংগঠনের কর্তারা অন্ততঃ মাসে একবার এ অবহেলিত শিশুদের দেখতে আসা উচিৎ বলে মন্তব্য করেন।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত