বিশ্ব পর্যটন দিবসে রাঙামাটিতে বর্নাঢ্য মোটর শোভাযাত্রা ও আলোচনা সভা

Published: 27 Sep 2015   Sunday   

বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে রাঙামাটিতে রোববার বর্নাঢ্য মোটর শোভাযাত্রা,আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

রাঙামাটি জেলা প্রশাসন ও রাঙামাটি সরকারী পর্যটন কর্পোরেশনের যৌথ উদ্যোগে শিশু একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা জামান। রাঙামাটি সরকারী পর্যটন কর্পোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সদর সার্কেলের সহরকারী পুলিশ সুপার সি আর পাল, রাঙামাটি প্রেস ক্লাবের সভাপতি সাখাওয়াত হোসেন রুবেল, ব্যবসায়ী মনিরুজ্জামান মহসিন রানা প্রমুখ।
এর আগে একটি বর্নাঢ্য মোটর শোভাযাত্রা রাঙামাটি সরকারী কলেজ মাঠ থেকে শুরু করে শহর প্রদক্ষিণ করে রাঙামাটি প্রেস ক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়া বিকালে রাঙামাটির কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে সাংস্কৃতিক অনুষ্ঠান ও দেশীয় খাদ্য উৎসবের আয়োজন করা হয়। অনুষ্ঠানে পর্যটকসহ স্থাণীয় লোকজন অংশ নেন।

আলোচনা সভায় বক্তারা সঠিক পরিকল্পনা অভাবে রাঙামাটির পর্যটন শিল্প বিকশিত হতে পারছে না উল্লেখ করে বলেছেন, পার্বত্য এলাকায় শান্তি পূর্ন সহাবস্থান নিশ্চিত করা, এলাকার সকল সম্প্রদায়ের সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও নৈতিবাচক প্রচারনার পরিবর্তে ইতিবাচক প্রচারনা করতে পারলেই এ অঞ্চলে পর্যটকদের আগমন বাড়বে। বক্তারা রাঙামাটিতে পর্যটন শিল্পের বিকাশের ক্ষেত্রে পরিকল্পনা নিয়ে সরকারসহ সংশ্লিষ্ট সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত