কাপ্তাইয়ের এক মহিলার বিরুদ্ধে ভূয়া তথ্য দিয়ে সহকারী শিক্ষকের চাকুরী নেয়ার অভিযোগ রাইখালী আওয়ামীলীগের

Published: 23 Sep 2015   Wednesday   

সম্প্রতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে প্রাক-প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে ভুয়া স্থায়ী বাসিন্দার সনদপত্র দিয়ে নূসরাত জাহান নিশু নামের এক মহিলা চাকুরি নেয়ার অভিযোগ উঠেছে। ইতোমধ্যে তার চাকুরি বাতিলের দাবীতে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বরাবরে আবেদন জানিয়েছেন কাপ্তাইয়ের রাইখালী ইউনিয়ন শাখার আওয়ামীলীগ-যুবলীগ-ছাত্রলীগের নেতারা।

গত ১৫ সেপ্টেম্বর রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ সদস্য থোয়াই চিং মারমার মাধ্যমে দেয়া পরিষদ চেয়ারম্যানের কাছে দেয়া আবেদন পত্রে বলা হয়েছে, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে ৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগের লিখিত পরীক্ষায় পিতা শাহ মোহাম্মদ সোলেয়মান, গ্রাম খস্তাকাট, ডাকঘর রাইখালী বাজার কাপ্তাই উপজেলার ভুয়া ঠিকানা দিয়ে নূসরাত জাহান শিশু(রোল নং-কাপ-০২৪) অংশ গ্রহন করেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হয়ে তিনি নারানগিরি সরকারী প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদে যোগদান করেন।

আবেদনপত্রে সহকারী শিক্ষক পদে নিয়োগ পাওয়া নূসরাত জাহান নিশু রাইখালী ইউনিয়নের স্থায়ী বাসিন্দা নন এবং এলাকায় বসবাস করেন না দাবী করে  বলা হয়, নূসরাত জাহান নিশু ২নং রাইখালী ইউপি সদস্য আবুল হাসেমের ঘনিষ্ঠ আত্বীয় হওয়ায় এবং ২নং রাইখালী ইউপি চেয়ারম্যান অংসি মারমার যোগসাজেশে কৌশলে স্থায়ী বাসিন্দার সনদপত্র সংগ্রহ করে সহকারী শিক্ষক পদে আবেদন করেন। ভূয়া ঠিকানা ব্যবহার করে চাকুরী পাওয়ার ফলে স্থানীয় বাসিন্দারা চাকুরী থেকে বঞ্চিত হয়েছেন। জরুরীতে তার চাকুরী ব্যবস্থা গ্রহন করে নিয়োগ বাতিলের দাবী জানানো হয় আবেদনপত্রে। আবেদনপত্রে স্বাক্ষর করেন আওয়ামীলীগের ২নং রাইখালী ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মোঃ ইউসুফ তালুকদার, ছাত্রলীগের রাইখালী শাখার সভাপতি মোঃ সালাউদ্দিন, সাধারণ সম্পাদক মোঃ মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক মোঃ রহমত উল্যাহ ও যুবলীগের রাইখালী শাখার সভাপতি বিপ্লব সেন লাতু।

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য থোয়াইচিং মারমার সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, অভিযোগের আবেদনপত্রটি পরিষদ চেয়ারম্যানের নজরে এসেছে। অভিযোগটি তদন্ত  করে দেখা হচ্ছে। 
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত