কাউখালীতে পোয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ

Published: 20 Sep 2015   Sunday   

রোববার রাঙামাটির কাউখালী উপজেলা সদরের পোয়াপাড়া মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।

বিদ্যালয়ের মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার। বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি সাংবাদিক মুহাম্মদ জিয়াউর রহমান জুয়েলে সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা শিক্ষা অফিসার পরিনয় চাকমা, উপজেলা বিআরডিবি চেয়ারম্যান বেলাল উদ্দিন, শিক্ষক ও অভিভাবক কল্যান সমিতির সভাপতি কনিষ্ট বড়–য়া, সাধারণ সম্পাদক মোস্তফা কামাল মহিম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক উসিচিং মারমা। অনুষ্ঠানের সঞ্চালনা করেন সহকারি শিক্ষক উসিমা চৌধুরী। অনুষ্ঠানে বিগত বার্ষিক পরীক্ষায় বিদ্যালয়টির প্রথম থেকে তৃতীয় স্থান অর্জনকারী শিক্ষার্থিদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়। এছাড়া বার্ষিক ক্রিড়া প্রতিযোগীতার পুরস্কারও বিতরণ করা হয়।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা পরিষদের চেয়ারম্যান চৌচামং চৌধুরী বলেন, শুধু সন্তানদের বড় ডিগ্রি নিয়ে শিক্ষিত করলেই চলবেনা, তাকে প্রকৃত মানুষ হতে হবে। তবেই শিক্ষার অর্ন্তনিহিত তাৎপর্য প্রকাশ পাবে। এজন্য শিক্ষক ও অভিভাবকদের যৌথ প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আখতার এসময় উপস্থিত অভিভাবক মা’য়েদের অঙ্গীকার করান বাল্য বিয়ে দেবেননা ও যৌতুক নেয়া ও দেয়া বর্জন করবেন। ভবিষ্যতে কাউখালী উপজেলাকে বাল্য বিয়ে ও যৌতুক মুক্ত উপজেলা হিসাবে ঘোষণা দেওয়া হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত