পাহাড়ের শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করতে কাজ করছে সরকার- পার্বত্য প্রতিমন্ত্রী

Published: 17 Sep 2015   Thursday   

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি খাগড়াছড়িসহ পাহাড়ের প্রত্যেকটি শিশুর প্রাথমিক শিক্ষা বাধ্যতা মূলক সুশিক্ষায় শিক্ষিত করতে কাজ করছে বর্তমান সরকার। সরকারের এই লক্ষ্য বাস্তবায়নে ছাত্র-ছাত্রী অবিভাবক ও শিক্ষকদের ভূমিকা সবচেয়ে বেশী। তাই প্রতিটি শিশুর শিক্ষা নিশ্চিত করতে অবিভাবক ও শিক্ষকদের এগিয়ে আসতে হবে।

বৃহস্পতিবার বিকালে জেলা শহরের টাউন হল মিলনায়তনে পার্বত্য জেলা পরিষদের  ৪র্থ ও ৭ম শ্রেণীর বৃত্তি পরিক্ষায় কৃতি শিক্ষার্থীদের মাঝে বৃত্তি ও বিভিন্ন সংগঠনের মধ্যে ক্রীড়া ও সাংস্কৃতিক সামগ্রী

খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান কংজরী চৌধুরীর সভাপতিত্বে  অনুষ্ঠানে এসময় বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি ২৯৮নং আসনে সাংসদ কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের ভাইস-চেয়ারম্যান তরুন কান্তি ঘোষ, পার্বত্য জেলা পরিষদ সদস্য ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা পরিষদ সদস্য ও প্রাথমিক শিক্ষা বিভাগের আহবায়ক মংক্যচিং চৌধুরী, জেলা প্রশাসক মোহাম্মদ ওয়াহিদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার এনায়েত হোসেন মান্না, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান চঞ্চুমনি চাকমা প্রমূখ।

প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি  আরও বলেন, বর্তমান সরকার সরকারি চাকুরী জীবিদের জীবন মান উন্নয়নে নতুন পে-স্কেল প্রদান করেছে। শিক্ষকদের বেতন ও বৃদ্ধি করা হয়েছে। শিক্ষকদের উদ্দেশ্যে বীর বাহাদুর বলেন, সরকার আপনাদের সুখ-দু:খে পাশে দাড়িয়েছে আগামী দিনে ও আপনাদের পাশে থাকবে। তাই নিজ নিজ দায়িত্ববোধ নিয়ে এ অঞ্চলের শিশুদের সুশিক্ষায় শিক্ষিত করে শ্রেষ্ঠ মানব জাতীকে আগামী দিনের কান্ডারী হিসাবে শিশুদের গড়ে তুলতে শিক্ষকদের প্রতি আহবান জানান তিনি।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.  

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত