রাঙামাটি জেলা পরিষদের প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রিট আবেদন

Published: 18 Sep 2015   Friday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ  প্রক্রিয়ার বিরুদ্ধে সুপ্রিম কোর্টে  রিট আবেদন করা হয়েছে। আগামী ১০ নভেম্বর বিজ্ঞ আদালত এ রিট আবেদনের শুনানী দিন ধার্য্য  করেছেন।  গত ১৭সেপ্টেম্বর  রাঙামাটির এক বাসিন্দা এ নিয়োগ প্রক্রিয়া সংক্ষুদ্ধ হয়ে এ রিট আবেদন করেন।

জানা যায়, রাঙামাটির বাসিন্দা রনেন বিকাশ চাকমা গত ১৭সেপ্টেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবি এসএন গোস্বামীর মাধ্যমে  রিট আবেদন করেন। এ আবেদনের প্রেক্ষিতে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের  বিচাপতি মোহাম্মদ এমদাদুল হক ও বিচারপতি মোহাম্মদ খোরশেদ আলম সরকারের সমন্বয়ে গঠিত বেঞ্চে আবেদন করা রিট আগামী ১০ নভেম্বর শুনানীর দিন ধার্য্য করেছেন।

উল্লেখ্য, রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের অধীনে   রাঙামাটির ১০ উপজেলায় ৩২৫ জন সহকারী প্রাক প্রাথমিক বিদ্যালয়ের ৪ সেপ্টেম্বর লিখিত পরীক্ষা এবং ৬ থেকে ৮ সেপ্টেম্বর মৌখিক পরীক্ষা নেয়ার পর  নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়।

আবেদন করা রিটে উল্লেখ করা হয়েছে, পার্বত্য চুক্তির আলোকের রাঙামাটি জেলায় প্রাক প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক নিয়োগ স্থগিত রাখার জন্য গত ৩১ আগষ্ট পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ চেয়ারম্যান জ্যোতিরিন্দ্র বোধিপ্রিয় লারমা(সন্তু লারমা) প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিবকে অবগত করে চিঠি পাঠান। তা সত্বেও সহকারী শিক্ষক নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হয়েছে।  রিট আবেদনে বিবাদী করা হয়েছে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখ্য সচিব, আইন মন্ত্রনালয়ের সচিব, শিক্ষা মন্ত্রলায়ের সচিব, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রনালয়ের সচিব ও মহাপরিচালক, পার্বত্য মন্ত্রনালয়ের সচিব, রাঙামাটি জেলা প্রশাসক, রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদের  চেয়ারম্যান এবং জেলা প্রাথমিক কর্তকর্মাকে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত