বান্দরবানে প্রধান শিক্ষকের অপসারণের দাবীতে শিক্ষার্থীদের ক্লাশ বর্জন কর্মসূচি অব্যাহত

Published: 14 Sep 2015   Monday   

স্কুলের প্রধান শিক্ষকের অপসারণে দাবিতে বান্দরবানে বাকীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ক্লাশ বর্জন কর্মসূচী অব্যাহত রয়েছে।

বাকীছড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরা বেগমের বিরুদ্ধে স্কুলের টাকা নিয়ে অনিয়ম, অভিভাবকদের সঙ্গে খারাপ আচারণ, শিক্ষার্থীদের দিয়ে জোর করে বিভিন্ন কাজ করানোর অভিযোগ করে তার অপসারণে দাবিতে শিক্ষার্থীর সোমবারও ক্লাশ বর্জন কর্মসূচি অব্যাহত  রেখেছে।  বিদ্যালয়ের  শ্রেনী কক্ষ খোলা কোন শিক্ষার্থীর উপস্থিতি নেই। তবে থেকে ৫জন শিক্ষাথীকে দেখা গেলেও তারা মাঠে খেলাধুলায় ব্যস্ত।  এর আগে রোববার একই দাবীতে মানববন্ধনে করে শিক্ষার্থী ও অভিভাবকরা। মানববন্ধনে প্রধান শিক্ষককে অপসারণ না করা পর্যন্ত শিক্ষার্থীরা লাগাতার ক্লাশ বর্জন কর্মসূচির ঘোষনা দেয়। 

বিদ্যালয়ের  পরিচালনা কমিটির সহ-সভাপতি ক্যচিংহ্লা মার্মা জানান, প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভিন্ন দুর্নীতি, অনিয়মের অভিযোগ রয়েছে। শিক্ষার্থীদের দিয়ে জোর করে কাজ করানো হয়। তার অপসারণের দাবিতে অভিভাবকরা তাদের সন্তানদের ক্লাসে আসতে  বারন করা  হয়েছে। প্রধান শিক্ষক অপসারণ না হওয়া পর্যন্ত ক্লাশ বর্জন করবে।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক হোসনে আরাবেগম বলেন, শিক্ষার্থীরা কি কারণে ক্লাশ বর্জন করছে তার জানা  নেই। সহকারী শিক্ষকরা তার বিরুদ্ধে শিক্ষার্থীদের ব্যবহার করছে। অনিয়মতান্ত্রিকভাবে ছুটি না দেওয়াতে শিক্ষকরা এ কাজ করাচ্ছেন।

 সদর উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো: নূরুল আমিন জানান, কি কারণে শিক্ষার্থীরা ক্লাশ বর্জন করেছে তদন্ত করে দেখা হচ্ছে। দুর্নীতি, অনিয়ম করে থাকলে তদন্ত করে প্রমানিত হলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত