রাঙামাটিতে সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগে তংচংগ্যা সম্প্রদায়কে বঞ্চিত করার প্রতিবাদে মানববন্ধন

Published: 14 Sep 2015   Monday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সহকারী প্রাথমিক শিক্ষক নিয়োগে তংচংগ্যা সম্প্রদায়কে   বঞ্চিত করার প্রতিবাদে সোমবার রাজস্থলী উপজেলায় মানববন্ধন কর্মসূচি ও স্মারকলিপি প্রদান করা হয়েছে।

রাজস্থলী উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে তংচংগ্যা কল্যাণ সংস্থার উদ্যোগে ঘন্টাব্যাপী মানববন্ধন করা হয়। মানববন্ধন চলাকালে বক্তব্যে দেন ঘিলাছড়ি ইউনিয়নের চেয়ারম্যান দীপময় তালুকদার, তংচংগ্যা কল্যাণ সংস্থার উপজেলা শাখার সাধারণ সম্পাদক সুশান্ত প্রসাদ তংচংগ্যা ও নারী নেত্রী অনুপ্রভা তংচংগ্যা প্রমুখ। মানববন্ধনে তংচংগ্যা সম্প্রদায়ের নারীপুরুষের যোগদান ছাড়াও স্থানীয় জনপ্রতিনিধি ও সুশীল সমাজের নেতৃবৃন্দ অংশ গ্রহন করেন। মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের বরাবরে স্মারকলিপি প্রদান করা হয়।

মানববন্ধনে বক্তারা বলেন, সম্প্রতি রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের নিয়ন্ত্রনাধীন জেলার দশ উপজেলায় প্রাক-প্রাথমিক বিদ্যালয়ে ৩২৫টি সহকারী শিক্ষক পদে নিয়োগ দেয়া হয়। কিন্তু সম্প্রদায় ভিত্তিতে রাজস্থলী উপজেলায় তংচংগ্যা সম্প্রদায় দ্বিতীয় অবস্থানে থাকার পরও রাঙামাটি জেলা পরিষদ কোন তংচংগ্যা জনগোষ্ঠীর প্রার্থীকে নিয়োগ দেয়নি। যা বৈষম্যমুলক ও অবমাননাকর। বক্তারা তংচংগ্যা সম্প্রদায় থেকে সহকারী শিক্ষক পদে নিয়োগের দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত