বান্দরবান সরকারী কলেজের আনুষ্ঠানিকভাবে মাষ্টার্স কোর্সের উদ্বোধন করলেন পার্বত্য প্রতিমন্ত্রী

Published: 12 Sep 2015   Saturday   

শনিবার বান্দরবান সরকারী কলেজের আনুষ্ঠানিকভাবে মাষ্টার্স কোর্সের উদ্বোধন করা হয়েছে। 

বান্দরবান সরকারী কলেজ মিলায়তনে আয়োজিত অনুষ্ঠানে উদ্ধোধক ও প্রধান অতিথি ছিলেন পার্বত্য প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি। কলেজের অধ্যক্ষ প্রফেসর মোঃ একে ফজলুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন বান্দরবান পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ক্যশৈহ্লা, জেলা ও দায়রা জজ মেঅঃ সফিকুল রহমান, জেলা প্রশাসক মোঃ মিজানুল হক চৌধুরী,পুলিশ সুপার মিজানুর রহমান, বান্দরবান সরকারী মহিলা কলেজের অধ্যক্ষ প্রদীপ বড়ুয়া, বান্দরবান সরকারী কলেজের উপধাক্ষ আবু তাহের ভুঞা, অধ্যাপক গোলাম মাওলা বোমাং রাজা উচপ্রু, প্রাক্তন অধ্যক্ষ অধ্যাপক থানজামা লুসাই, সদর উপজেলা চেয়ারম্যান আবদুল কুদ্দুছ,বান্দরবান কলেজের সাবেক ছাত্র বান্দরবান জেলা পরিষদের সদস্য লক্ষিপদ দাশ,জেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক ইসলাম বেবি। অনুষ্ঠানে প্রধান অতিথি আনুষ্ঠানিকভাবে ব্যবস্থাপনা,রাষ্ট্রবিজ্ঞান ও  অর্থনীতি বিষয়ে মাষ্টার্স কোর্স উদ্ধোধন করেন। এছাড়াও প্রতিমন্ত্রী কলেজের প্রশাসনিক ভবনের উদ্বোধন করেন এবং কলেজ উন্নয়নের জন্য ১ লক্ষ টাকা অনুদান প্রদান করেন।

প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি বান্দরবানের জন্য আজকের এই দিনটি শিক্ষা ক্ষেত্রে গৌরবোজ্জল হয়ে থাকবে উল্লেখ করে বলেন, অতীতের সরকারগুলো পার্বত্য এলাকার শিক্ষার জন্য বিমাতা সুলভ আচরন করেছে। বর্তমান সরকার ক্ষমতায় আসার পর রুমায় সাঙ্গু কলেজের যাত্রা শুরু,থানছির উচ্চ বিদ্যালয়কে সরকারী করন করে সেখানে পরীক্ষার কেন্দ্র স্থাপন করা হয়েছ্।ে এলাকার মেয়েদের শিক্ষার হার বৃদ্ধীর জন্য বান্দরবানের বালাঘাটায় একটি মহিলা কলেজ স্থাপন করলেও তার পরবর্তি সরকার ক্ষমতায় এসে নানা অজুহাত দেখিয়ে সেটিকে বন্ধ করে দেয়া হয়। তবে বর্তমান সরকার ক্ষমতায় এসে বালাঘাটা মহিলা কলেজটি পুর্ণাঙ্গ রুপে চালু করার ফলে আজ শত শত মেয়েরা সে কলেজে শিক্ষা গ্রহন করে দেশ ও জনগনের সেবায় নিয়োজিত হচ্ছেন।

তিনি কলেজের শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন বান্দরবানের ছেলে মেয়েরা এই কলেজেই অনার্স,মাষ্টার্স ডিগ্রি অর্জন করে দেশ এবং জনগনের সেবায় নিয়োজিত হতে পারবেন। তাই কলেজের সুনাম রক্ষার দায়িত্ব জনগনের পাশাপাশি শিক্ষার্থীদেরও রয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত