পানছড়ি ডিগ্রী কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পাঠ্যবই বিতরণ ও আলোচনা সভা

Published: 11 Sep 2015   Friday   

খাগড়াছড়ির পানছড়ি ডিগ্রী কলেজে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, পাঠ্যবই বিতরণ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

“ফাইদি যত ত্রিপুরা রক, লেখাপড়া সুরংনি ; য়াক-বাকসা রমলাইয়ই জাতিনি বা-গই সামুং তাংলাইনি ” (এসো সব ত্রিপুরা রা লেখা-পড়া শিখি হাতে-হাত,কাঁধে-কাঁধ  মিলিয়ে জাতির জন্য কাজ করি ) এই শ্লোগানকে সামনে রেখে কলেজ মাঠে ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত  অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। ত্রিপুরা স্টুডেন্ট ফোরাম বাংলাদেশ পানছড়ি শাখার সভাপতি অভি রজ্ঞন ত্রিপুরার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, সদস্য সতীশ চন্দ্র চাকমা, অধ্যক্ষ সমীর দত্ত চাকমা,  বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রিয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা। এসময় উপস্থিত ছিলেন পানছড়ি থানা আওয়ামীলীগের সভাপতি বাহার মিয়া, সাধারণ সম্পাদক জয়নাথ দেব, যুগ্ম সম্পাদক বিজয় কুমার দেব।

অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা, সদস্য সতীশ চন্দ্র চাকমা, অধ্যক্ষ সমীর দত্ত চাকমা,বাংলাদেশ ত্রিপুরা কল্যাণ সংসদ কেন্দ্রিয় সভাপতি নলেন্দ্র লাল ত্রিপুরা, ত্রিপুরা কল্যান সংসদ কেন্দ্রিয় সভাপতি উবিক মোহন ত্রিপুরা, ত্রিপুরা কল্যান সংসদ বাংলাদেশ পানছড়ি শাখার সভাপতি  বরেন ত্রিপুরা,শিক্ষক মংসাথোই চৌধুরী, মেরিন ত্রিপুরা, সাধন ত্রিপুরা, অমর সিংহ ত্রিপুরা প্রমুখ। অনুষ্ঠান শেষে কলেজের উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ২০ সেট  বই বিনামূল্যে বিতরণ করা হয়।

প্রধান অতিথি  বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী বলেন, ‘আমি আপনাদের সেবক। আমি শাসক নয়, সেবা করতে এসেছি’। আপনাদের সেবা করার জন্য প্রধান মন্ত্রী জননেত্রী শেখ হাসিনা খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের আমাকে চেয়ারম্যান পদে নিয়োগ দিয়েছেন।  তিনি আরও বলেন, খাগড়াছড়ি পার্বত্যজেলা পরিষদ সকল জনগোষ্ঠীর উন্নয়ন স্বার্থে কাজ করে যাবে। প্রতিটি অনগ্রসর জনগোষ্ঠীর সার্বিক উন্নয়নে  সমতাভিত্তিক উন্নয়ন করা হবে। তিনি পানছড়ি উপজেলা ত্রিপুরা ছাত্র সংসদ ভবনসহ ত্রিপুরা ছাত্রাবাস নির্মাণ করে দেওয়ার আশ্বাস প্রদান করেন।

বিশেষ অতিথি বক্তব্যে খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য খগেশ্বর ত্রিপুরা বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। পৃথিবীতে যত মহামানব ,কবি, সাহিত্যিক জন্ম গ্রহণ করেেছন সবাই শিক্ষিত। তিনি আরও ত্রিপুরা জনগোষ্ঠীর রত্মমনি নব বিক্রম কিশোর ত্রিপুরা, কুজেন্দ্র লাল ত্রিপুরা এমপি, যতীন্দ্র লাল ত্রিপুরা ছাড়াও ত্রিপুরা জনগোষ্ঠীর অনেকেই দেশ ও দশের সেবা নিয়োজিত রয়েছে। ত্রিপুরা জনগোষ্ঠীর অবিভাকদের তাদের সন্তানদের লেখা-পড়া  শেখানোর আহবান জানান।

অনুষ্ঠানে বক্তারা পানছড়ি এলাকায় ত্রিপুরা ছাত্রাবাস নির্মান, ত্রিপুরা জনগোষ্টীর উন্নয়নের জন্য  তাদের  বসতি অঞ্চলে ও প্রাথমিক বিদ্যালয়ে ত্রিপুরা শিক্ষক নিয়োগ, ত্রিপুরা সংসদ নির্মানের দাবী জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত