আলীকদম মুরুং কমপ্লেক্সের দ্বিতল ভবনের উদ্বোধন

Published: 07 Sep 2015   Monday   

বান্দরবানের আলীকদম উপজেলার আলীকদম মুরুং  কমপ্লেক্সের দ্বিতল ভবন সোমবার উদ্বোধন করা হয়েছে । এতে উদ্ধোধন করেন বান্দরবান ৬৯ পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল নকিব আহমেদ চৌধুরী পিএসসি। এসময় উপস্থিত ছিলেন আলীকদম জোন কমান্ডার মিজানুর রহমান পিএসসি,আলীকদম উপজেলা চেয়ারম্যান আবুল কালাম,রামা উপজেলা চেয়ারম্যান থোয়াইনু অঙ মার্মা,আলীকদম উপজেলা নির্বাহী কর্মকর্তা,লামার উপজেলা নির্বাহী কর্মকর্তা,মুরুং কমপ্লেক্সের সভাপতি ইয়াংলক মুরুংসহ এলাকার গন্যমান্য ব্যক্তি বর্গ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, আলীকদম উপজেলার দুর্গম এলাকায় স্কুল কলেজ নাথাকায় এবং জেলা সদরের সাথে যোগাযোগ ব্যবস্থা উন্নত না থাকায় পিছিয়ে পড়ে থাকা পাহাড়ী জন গোষ্টির ছেলে মেয়েদের শিক্ষা ব্যবস্থার উন্নততর করার লক্ষে ১৯৮৪ সালে এই মুরং কম্পেলেক্স স্থাপন করা হয়। বান্দরবান রিজিয়ন সদরের তত্বাবধানে আলীকদম জোনের সার্বিক সহযোগীতায় এই প্রতিষ্ঠানে ৫৩জন ছাত্র এবং ৩৯ জন ছাত্রী এ প্রতিষ্ঠানে থেকে বিভিন্ন শিক্ষা প্রতিষ্টানে শিক্ষা গ্রহন করছে। এ প্রতিষ্ঠানে ছাত্র ছাত্রীদের আবাসন সংকুলান নাহওয়ায় সেনা রিজিয়ন এবং আলীকদম জোনের অপ্রান প্রচেষ্টায় ট্রাষ্ট ব্যাংকের সহযোগীতায় দ্বিতল ভবন প্রতিষ্ঠা করা সম্ভব হয়েছে।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত