রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ফলাফল প্রকাশ

Published: 06 Sep 2015   Sunday   

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার লিখিত ফলাফল করা হয়েছে। শনিবার মধ্যরাতে  জেলা পরিষদের নিজস্ব ওয়েবসাইটে এ লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে।

শুক্রবার দশ উপজেলার প্রাথমিক শিক্ষা বিভাগের অধীনে প্রাথমিক  বিদ্যালয়ের দুই ও তিন শিক্ষক বিশিষ্ট বিদ্যালয়ে নবসৃষ্ট ৩২৫টি  শুন্য পদের বিপরীতে লিখিত পরীক্ষা গ্রহন করা হয়। এসব পদের বিপরীতে প্রায় সাড়ে চার  হাজার পরীক্ষার্থী অংশ নেন।

রাঙামাটি পার্বত্য  জেলা পরিষদ সূত্রে জানা  গেছে, লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের রোববার( ৬সেপ্টেম্বর)  ও সোমবার( ৭সেপ্টেম্বর)  মৌখিক পরীক্ষা নেয়া   হবে। তবে নির্ধারিত তারিখে লিখিত পরীক্ষায় উত্তীর্ণরা অনুপস্থিত থাকলে তাদের মঙ্গলবার( ৮সেপ্টেম্বর)  মৌখিক পরীক্ষা নেয়া হবে।   নিম্নে  দশ উপজেলার লিখিত পরীক্ষার ফলাফলের বিবরণী---

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত