পানছড়ি ডিগ্রী কলেজের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবীন বরণ

Published: 05 Sep 2015   Saturday   

শনিবার খাগড়াছড়ির পানছড়ি ডিগ্রী কলেজের ২৩তম প্রতিষ্ঠা বার্ষিকী ও নবীন বরণ অনুষ্ঠান  অনুষ্ঠিত হয়েছে।

পানছড়ি ডিগ্রী কলেজ মিলনায়তনে প্রতিষ্ঠা  বার্ষিকী ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদের চেয়ারম্যান কংজরী চৌধুরী। পানছড়ি ডিগ্রী কলেজের অধ্যক্ষ সমীর দত্ত চাকমার সভাপতিত্বে  অন্যান্যর মধ্যে বক্তব্য বক্ত্য রাখেন খাড়গাছড়ি জেলা পরিষদের সদস্য ও পানছড়ি ডিগ্রী কলেজের প্রতিষ্ঠাতা সদস্য খগেশ্বর ত্রিপুরা, খাগড়াছড়ি জেলা পরিষদের সদস্য সতীশ চন্দ্র চাকমা, সদস্যা শতরুপা চাকমা, খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম প্রমূখ।  অনুষ্ঠান সঞ্চালনা করেন পানছড়ি ডিগ্রী কলেজের প্রভাষক রত্ম কুসুম চাকমা। এসময় প্রধান অতিথি পানছড়ি ডিগ্রী কলেজের লাইব্রেরী উন্নয়নের জন্য ১লাখ টাকা অনুদান এবং কলেজে  পাঠদান উন্নয়নের জন্য কলেজের শিক্ষক মন্ডলীদের সাথে মত বিনিময় করেন।  মপণভঢ়ভ পানছড়ি ডিগ্রী কলেজের ছাত্রী সাগরিকা সাঁওতাল ও লক্ষী সাঁওতালকে দশ হাজার করে ২০ হাজার টাকা অনুদান দেন খাগড়াছড়ি জেলা আওয়ামীলীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক দিদারুল আলম।

প্রধান অতিথির বক্তব্যে পরিষদ চেয়ারম্যান বলেন, শিক্ষার কোনো বিকল্প নেই। যে জাতি যত শিক্ষিত সে জাতি তত বেশী উন্নয়ন। এ জন্য গুণগত শিক্ষায় শিক্ষিত হয়ে দেশকে উন্নত করতে হবে এং জাতিকে শিক্ষার আলোয় আলোকিত করতে হবে। সেজন্য স্কুল কলেজের শ্রেণি শিক্ষার পাশাপাশি কলেজের লাইব্রেরী থেকেও লেখাপড়া শিখে নিতে হবে।  তিনি পানছড়ি ডিগ্রী কলেজে অনার্স কোর্স চালু ও কলেজ উন্নয়নের লক্ষে সকল প্রকার সহযোগিতা করার জন্য আশ্বাস দেন।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত