বরকলে নবীন সহকারী প্রাথমিক শিক্ষকদের বরণ

Published: 05 Sep 2015   Saturday   

শনিবার বরকল উপজেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির  উপজেলার পূর্ণাঙ্গ কমিটি গঠন ও নবীন শিক্ষকদের বরণ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হলরুমে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতি বরকল উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত অনুষ্ঠাে প্রধান অথিতি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মণি চাকমা। বরকল উপজেলা কমিটির সভাপতি মিলিন্দ চাকমার সভাপতিত্বে  বিশেষ অতিথি ছিলেন বরকল উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ আলতাফ হোসেন,বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় সভাপতি মোহাম্মদ শামসুদ্দিন ৩নং আইমাছড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শ্যামরতন চাকমা উপজেলা প্রেসক্লাব সভাপতি পুলিন বিহারী চাকমা। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আহবায়ক কমিটির অর্থ সম্পাদক বিমলেন্দু চাকমা সহকারী শিক্ষক তৌহিদুল ইসলাম লংগুদু উপজেলার প্রতিনিধি মোঃ মোমিনুল হক রাউজান উপজেলার প্রতিনিধি সুজিতদেব সহকারী শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির যুগ্ন আহবায়ক আবদুল কাদের জিলানি ও জেলা কমিটির আহবায়ক দিলিপ কুমার ত্রিপুরা।

অনুষ্ঠানে বক্তারা জাতির ভবিষ্যত গঠনে শিক্ষকদের গুরুত্ব ও মর্যাদা বিবেচনা করে সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সকল শিক্ষকদের চাকুরীর পদমর্যাদা একই শ্রেণি ভূক্ত করা। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের মধ্যকার বেতন বৈষম্য দুরকরে ২০০৫ সালের নীতিমালা অনুসরণ করা। মাসিক সমন্বয় সভা উপজেলা ও জেলা শিক্ষা কমিটি সহ সকল কমিটিতে সহকারী শিক্ষক প্রতিনিধি রাখা। শিক্ষকদের অর্জিত ছুটির বিধান প্রনয়ণ করা সহ সহকারী শিক্ষকদের ১১ দফা দাবী আদায়ে শিক্ষক সমাজকে ঐক্যবদ্ধ হয়ে এগিয়ে আসার আহবান জানান।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত