বরকল উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। এতে সভাপতি পদে মিলিন্দ চাকমা, সাধারন সম্পাদক মোঃ কামরুল হাছান ও সাধারণ সম্পাদক সাংগঠনিক সম্পাদক রিমেশ চাকমা নির্বাচিত হয়েছেন।
বৃহষ্পতিবার বরকল মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে কমিটি গঠন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অথিতি ছিলেন প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অর্থ সম্পাদক বিমলেন্দু চাকমা। করেন উপজেলা সহকারী শিক্ষক সমিতির আহবায়ক মিলিন্দ চাকমার সভাপতিত্বে বক্তব্য রাখেন সহকারী শিক্ষক প্রবীর মিত্র চাকমা সুজানা চাকমা ও রিমেশ চাকমা প্রমূখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সহকারী শিক্ষক কামরুল হাছান। সভায় বক্তারা প্রাথমিক শিক্ষার মান উন্নয়ন, শিক্ষকদের বিভিন্ন সমস্যা-সমাধান সহ স্বার্থ সংরক্ষণের ব্যাপারে কাজ করে যাওয়ার অভিমত ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে বরকল উপজেলার প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির ৩৩ সদস্য বিশিষ্ট পূর্নাঙ্গ কমিটি গঠন করা হয়। নির্বাচিত অন্যান্য গুরুত্বপুর্ন পদে হলেন সহসভাপতি পদে প্রবীর মিত্র চাকমা, অর্থ সম্পাদক সুজানা চাকমা। নতুন কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক সমিতির রাঙামাটি জেলা আহবায়ক কমিটির অর্থ সম্পাদক বিমলেন্দু চাকমা।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.