রাঙামাটিতে বিএম ইনস্টিস্টিউটের অধ্যক্ষের অপসারনে দাবীতে শিক্ষার্থীদের মানববন্ধন ও প্রতিবাদ

Published: 03 Sep 2015   Thursday   

বৃহস্পতিবার রাঙামাটি বিএম ইনস্টিস্টিউটের অধ্যক্ষ মাহাদুন নবী খানের অপসারনের দাবীতে ক্লাশ বর্জন করে অধ্যক্ষের অপসারনের দাবীতে শিক্ষার্থীরা রাঙামাটি-চট্টগ্রাম সড়কে  মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করেছে। ইনস্টিস্টিউটের অধ্যক্ষ মদ্যপ অবস্থায় ক্লাশে শিক্ষার্থীদের সাথে অসৎদাচরণ ও শিক্ষার্থীদের উপর মারধরের অভিযোগ এনে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা।

রাঙামাটির বিএম ইনস্টিস্টিউটের অধ্যক্ষ মাহাদুন নবী খানের অপসারনের দাবীতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের রাঙামাটি বিএম ইনস্টিস্টিটের সামনে ক্লাশ বর্জন করে শিক্ষার্থীরা ঘন্টাব্যাপী মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ করে। এসময় শিক্ষার্থীরা অধ্যক্ষের অপসারণসহ বিভিন্ন শ্লোগান দেয়। পরে পুলিশ ও ইনস্টিটিউটের শিক্ষকরা মানববন্ধনকারী শিক্ষার্থীদের সাথে কথা বলার পর শিক্ষার্থীরা ক্লাশে চলে যায়। তবে বিএম ইনস্টিস্টিটের অধ্যক্ষ শিক্ষার্থীদের আনা অভিযোগ অস্বীকার করেছেন। 

মানববন্ধন চলাকালে শিক্ষার্থীরা সাংবাদিকের কাছে অভিযোগ করে জানায়, বিএম ইনস্টিস্টিউটের অধ্যক্ষ মাহাদুন নবী খান প্রায়ই সময় মদ খেয়ে মাতাল অবস্থায় ইনস্টিটিটের শিক্ষার্থীদের উপর চড়াও হন এবং শিক্ষার্থীদের উপর মারধরের চেষ্টা করেন। বুধবার তিনি মাতাল অবস্থায় ইনস্টিস্টিউটে গিয়ে শিক্ষার্থীদের ক্লাশে ডেকে নিয়ে ক্লাশ করার নামে ঘন্টার পর ঘন্টা বসিয়ে রেখে শিক্ষার্থীদের সাথে অসৎদাচরণ করেন। এসময় মাতাল অবস্থায় একজন শিক্ষার্থীদের মারধর করলে সে আহত হয় ও এক ছাত্রীকে জড়িয়ে ধরার চেষ্টা করেন। এসব প্রতিবাদ জানাতে তারা রাস্তায় নামতে বাধ্য হয়েছে।

এদিকে, সাংবাদিকরা রাঙামাটি বিএম ইনস্টিস্টিউটের অধ্যক্ষ মাহাদুন নবী খানের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে শিক্ষার্থীদের আনা অভিযোগ অস্বীকার করে জানান, শিক্ষার্থীরা তার বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছে তা সম্পুর্ণ মিথ্যা ও বানোয়াট। তার বিরুদ্ধে যড়যন্ত্রমূলক হিসেবে এসব অভিযোগ করা হয়েছে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত