রাঙামাটিতে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের অবহিতকরণ সভা

Published: 31 Aug 2015   Monday   

সোমবার রাঙামাটিতে রেড ক্রিসেন্ট জেলা ইউনিটের উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান ভিত্তিক যুব ও সহশিক্ষা কার্যক্রম এর আওতাভুক্ত “অবহিতকরণ সভা” অনুষ্ঠিত হয়।

শহীদ আব্দুল আলী একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট জান্নাতুল ফেরদৌস। শহীদ আব্দুল আলী একাডেমীর কো-অপ্ট সদস্য মো: ছাওয়াল উদ্দিনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রেড ক্রিসেন্ট ইউনিটের সেক্রেটারী এম. বখতেয়ার উদ্দিন। এসময় উপস্থিত ছিলেন কার্যনির্বাহী সদস্য ডা.গঙ্গা মানিক চাকমা, আজীবন সদস্য আবুল কালাম আজাদ,  শহীদ আব্দুল আলী একাডেমীর সিনিয়র শিক্ষক  প্রফুল্ল কুমার রায়। স্বাগত বক্তব্য রাখেন শহীদ আব্দুল আলী একাডিমীর ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক শিক্ষক মোঃ মোবারক আলী। অনুষ্ঠান সঞ্চালনা করেন ইউনিট লেভেল অফিসার নাসরিন আক্তার।   

 অবহিতকরণ সভায় যুব সহশিক্ষা কার্যক্রমের উপর বিস্তারিত আলোচনা করেন যুব প্রধান রাকিবুল হাসান ভূঁইয়া

আলোচনায় বক্তারা বলেন, দুর্যোগপূর্ণ দেশ হিসেবে বাংলাদেশ সব সময়ই ঝুঁকির মধ্যে রয়েছে। যে কোন দুর্যোগে দক্ষ স্বেচ্ছাসেবক হিসেবে দেশের যে কোন স্থানে যুব রেড ক্রিসেন্ট সদস্যরা সরকারের পাশাপাশি সহযোগী উদ্ধার ও ত্রাণকর্মী হিসেবে কাজ করছে। রেড ক্রসেন্ট নীতিমালার ভিত্তিতে এ উদ্দেশ্য সামনে রেখেই বর্তমান সরকার রেড ক্রিসেন্ট যুব স্বেচ্ছাসেবক কার্যক্রমকে “সহশিক্ষা কার্যক্রম” হিসেবে ২০১০ সাল হতে অন্তর্ভূক্ত করেছেন।“যুব সহশিক্ষা কার্যক্রম” বাস্তবায়নই এখন রাঙামাটি ইউনিটের রেড ক্রিসেন্ট আন্দোলনের অন্যতম দায়িত্ব।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর. 

 

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত