সোমবার রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে এসএসসি ও এইচএসসির জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংর্বধনা দেয়া হয়েছে।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোঃ সামসুল আরেফীন। অতিরিক্ত জেলা প্রশাসক মোস্তফা জামানের সভাপতিত্বে অন্যান্যও মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ শহিদুল্লাহ,জেলা শিক্ষা কর্মকর্তা গুলজার আহম্মেদ প্রমুখ। এসময় শিক্ষার্থী ছাড়াও অভিভাবকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠান শেষে এবছর রাঙামাটি জেলায় এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত ১১৪জন, মাদ্রাসা থেকে ৯জন,কারিগরী বোর্ড থেকে ১৮ জন এবং এইচএসসির জিপিএ-৫ প্রাপ্ত ১১জন শিক্ষার্থীকে ক্রেস ও সন্মানাপত্র তুলে দেন প্রধান অতিথি।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.