জুরাছড়িতে ইউপি ৩য় শ্রেণী বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংর্বধনা ও সনদ বিতরণ

Published: 31 Aug 2015   Monday   

সোমবার রাঙামাটি জুরাছড়ি উপজেলার বনযোগীছড়া ইউনিয়নের তৃতীয় শ্রেণী বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংর্বধনা ও সনদ বিতরণীপত্র তিবরণ করা হয়েছে।

 

উপজেলা পরিষদ মিলনায়তনে সংবর্ধনা ও সনদ তিবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জুরাছড়ি জোন অধিনায়ক লেঃ কর্ণেল শাহান শাদী। বনযোগীছড়া ইউপি চেয়ারম্যান সন্তোষ বিকাশ চাকমার সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন উপজেলা চেয়ারম্যান উদয় জয় চাকমা, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী, পরিষদের ভাইস চেয়ারম্যান রিটন চাকমা, মহিলা ভাইস-চেয়ারম্যান শেফালী দেওয়ান, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আশিষ কুমার ধর, উপজেলা রিশোস সেন্টারের ইন্সেক্টের মোঃ মরশেদুল আলম প্রমূখ। অনুষ্ঠানে প্রধান  অতিথি বনযোগী ইউনিয়নের বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের চার জন টেলেন্টপুল ও সাধারণ দশ জন ছাত্র-ছাত্রীদের সনদ বিতরণ করেন।

উল্লেখ্য,২০০৬ সাল থেকে বনযোগীছড়া ইউনিয়ন তৃতীয় শ্রেণী বৃত্তি পরিক্ষা চালু করা হয়। এরই ধারাবাহিকতায় গত বছর বৃত্তি পরিক্ষায় বৃত্তি প্রাপ্ত ছাত্র-ছাত্রীদের সংর্বধনা ও সনদ বিতরণ অনুষ্ঠান আয়োজন করে ইউনিয়ন পরিষদ।

প্রধান অতিথির বক্তব্যে জোন অধিনায়ক লেঃ কর্ণেল শাহান শাদী বলেন, শিশুরা যথাযথ শিক্ষার বীজ অংকুর হয়ে দেশের আলোকিত করবে। শিশুরা একদিন  সমাজ ও দেশের বটগাছের ছায়া হয়ে দেশ উন্নয়নে এগিয়ে আসবে। শিশুদের দেশের সম্পদ হিসেবে রাষ্ট্রের তথা আমাদের সকলকে এগিয়ে আসতে হবে।

উপজেলা নির্বাহী অফিসার মোঃ লিয়াকত আলী বলেন, পাহাড়ের অধিবাসীরা এখন আর পিছিয়ে নেই। শিক্ষা ও উন্নয়নে দেশের অন্যান্য অঞ্চলের সাথে এগিয়ে যাচ্ছে। এখন এ অঞ্চলের অনেক সন্তান দেশে বিভিন্ন গুরুত্বপূর্ন দপ্তরে কাজ করার সুযোগ অর্জন করেছে। আগামীতেও এ ফুটন্ত শিশুরা দেশের কল্যানে এগিয়ে আসবে।

 --হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত