খাগড়াছড়ির মহালছড়ি কলেজে দ্বন্দ্ব ও সহিংসতার কুফল স¤পর্কে অবগত ও সচেতনতা বৃদ্ধির লক্ষে রোববার কলেজের শিক্ষার্থীদের নিয়ে অবহিতকরণ সভার আয়োজন করা হয়।
শনিবার কলেজ মিলনায়তনের শি ইউএনডিপি ও সিএইচটিডিএফ’র লোকাল ট্রাস্ট বিল্ডার্স এ্যালায়েন্স এর সহায়তায় সভায় সভাপতিত্ব করেন মহালছড়ি কলেজের সহকারী অধ্যাপক তুষার কান্তি দাশ। এসময় উপস্থিত ছিলেন, লোকাল ট্রাস্ট বিল্ডিং এ্যালায়েন্স এর সভাপতি নমিতা চাকমা, সাধারণ স¤পাদক ধীমান খীসা, সংগঠনের অন্যতম সদস্য ও মহালছড়ি উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান কাকলী খীসা ও ইউএনডিপি খাগড়াছড়ি জেলার কনফিডেন্স বিল্ডিং এক্সপার্ট মঙ্গল বাঁশি চাকমা। আলোচনায় শিক্ষার্থীদের পক্ষ থেকে বক্তব্য রাখেন উজ্জ্বল মারমা ও তানিয়া আক্তার।
আলোচনায় বক্তারা বলেন, ১৯৯৭ সালে শান্তি চুক্তির পরও বিভিন্ন সময়ে বিভিন্ন স্বার্থান্বেষী গোষ্ঠির প্ররোচণায় বহু অনাকাক্সিক্ষত সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের ঘটনা ঘটেছে। এ ঘটনাগুলো নিরসনে ছাত্র, বুদ্ধিজীবী ও সচেতন সমাজ সকলকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসতে হবে।
বক্তারা আরও বলেন, শিক্ষাঙ্গনে শিক্ষার সুস্থ পরিবেশ বজায় রাখা, ইতিবাচক ও মননশীল শিক্ষা উপকরণ তৈরী, জাতীয় শিক্ষানীতির সফল বাস্তবায়ন, শিক্ষক ও শিক্ষার্থীদের উপযুক্ত প্রশিক্ষণ, ক্রীড়া ও সুস্থ বিনোদন ব্যবস্থা, বুদ্ধিবৃত্তিক ও চিন্তাচর্চা ভিত্তিক শিক্ষা প্রভৃতির ব্যবস্থা করা গেলে তরুণ প্রজন্মের মধ্যে রাজনৈতিক বা মতাদর্শিক মত ভিন্নতা বা মত পার্থক্যকে সহজভাবে গ্রহণ করার মানসিকতা তৈরি হবে। আগামী প্রজন্মের জন্য চ্যালেঞ্জ গ্রহণ করতে নির্ভীক ছাত্র নেতৃত্ব ও ছাত্র সমাজ গড়ে তুলতে ভূমিকা রাখবে।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.