রাঙামাটিতে মনোজ বাহাদুর গুর্খা’র প্রথম কাব্য গ্রস্থ ‘নির্যাস’ এর মোড়ক উম্মোচন

Published: 13 Aug 2015   Thursday   

পার্বত্য চট্টগ্রামের বিশিষ্ট সংগীত শিল্পী ও সুর নিকেতনের প্রতিষ্ঠা সভাপতি মনোজ বাহাদুর গুর্খা’র প্রথম কাব্য গ্রস্থ ‘নির্যাস’ এর বৃহস্পতিবার রাঙামাটিতে মোড়ক উম্মোচন করা হয়েছে।

রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনিস্টিটিউট অডিটরিয়ামে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মোড়ক উম্মোচন করেন জেলা প্রশাসক মোঃ শামসুল আরেফিন। পার্বত্য চট্টগ্রামের চারণ সাংবাদিক এবং দৈনিক গিরিদর্পণ সম্পাদক ও সুর নিকেতনের উপদেষ্টা এ কে এম মকছুদ আহমেদের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর বাঞ্চিতা চাকমা, রাঙামাটি ক্ষুদ্র নৃ-গোষ্ঠি সাংস্কৃতিক ইনিস্টিটিউট ভারপ্রাপ্ত পরিচালক রুনেল চাকমা। আলোচক হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট সাহিত্যিক ও গবেষক শিশির চাকমা, বিশিষ্ট কবি মুজিবুল হক বুলবুল, বিশিষ্ট সাংবাদিক সুনীল কান্তি দে ও মুনীর চৌধুরী পদকপ্রাপ্ত কবি মৃত্তিকা চাকমা। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুর নিকেতনের সঙ্গীত শিল্পী অনামিকা দে। আলোচনা সভা শেষে সুর নিকেতনের সঙ্গীত শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান।

প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক সামসুল আরেফিন বলেন, সংস্কৃতি একটি জাতির প্রধান পরিচয়, কবি মনোজ বাহাদুর তার কাব্য গ্রন্থে তার জাতির পরিচয় সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে। তিনি আরও বলেন, সূর নিকেতন নামে তিনি যে সাংস্কৃতিক সংগঠনটি প্রতিষ্ঠা করেছেন সেটির মাধ্যমে এখানকার সংস্কৃতি অনেকাংশে বৃদ্ধি পাবে। তিনি বলেন, এ সংগঠনে অনেক ভালোমানের শিল্পী রয়েছে তাদের সঠিকভাবে মূল্যায়ন করা হলে তারা আরও অনেক দূর এগিয়ে যাবে। তিনি এ জেলায় ক্রীড়া ও সাংস্কৃতিক ক্ষেত্রে অনেক সুনাম রয়েছে উল্লেখ করে এ সুনাম ধরে রাখতে সকলকে এগিয়ে আসারও আহ্বান জানান।

সভাপতির বক্ত্যবে একেএম মকছুদ আহমেদ বলেন, সাহিত্য ও সংস্কৃতি রক্ষার্থে আমাদেরকে আরও বেশী প্রতিভাবান কবি শিল্পী সাহিত্যক গড়ে তুলতে হবে। এ জন্য তিনি সমাজের প্রতিটি স্তরের মানুষকে এগিয়ে আসার পাশাপাশি সরকারের সহযোগিতা কামনা করেন।

নির্যাস গ্রন্থ সম্পর্কে লেখক মনোজ বাহাদুর গুর্খা বলেন, কবি গুরু রবিন্দ্রনাথ ঠাকুর গীতাঞ্জলী নামে যে বইটি প্রকাশ করেছেন সেটি তার গানগুলো নিয়ে। সেই বইটিকে অনুসরণ করেই এ বইটির প্রকাশ। কারণ আমার নিজের লেখা ও রচিত অনেক গান রয়েছে যেগুলো প্রকাশও হয়েছে। বইটি নতুন প্রজন্মের সঙ্গীত শিল্পীদের জন্য সহায়ক ভূমিকা রাখবে বলে বিশ্বাস।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত