লামা উপজেলায় শনিবার ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে দু’টি শিক্ষা প্রতিষ্ঠানে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে।
জানা গেছে, গণতন্ত্র চর্চা ও মূল্যবোধ, শিক্ষা কার্যক্রমে শিক্ষককে সহায়তা, ছাত্র-ছাত্রী ড্রপ আউট রোধসহ ইত্যাদির সুষ্ঠ পরিবেশ আনতে শনিবার লামা উপজেলায় লামা সরকারী পাইলট উচ্চ বিদ্যালয় ও লাইন ঝিরি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়। ছাত্র-ছাত্রীদের মধ্য থেকে তিন জনকে নির্বাচন কমিশনার, পাঁচ জনকে প্রিজাইডিং অফিসার ও ১০ জনকে পোলিং অফিসারের দায়িত্ব পালন করে। দেয়া হয়েছে। সকাল সাড়ে ৮টা থেকে সারিবদ্ধ সুশৃঙ্খলভাবে শিক্ষার্থীরা নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট প্রদান করে। প্রত্যেক শিক্ষার্থী ৮টি করে ভোট প্রদান করে।
লামা সরকারী উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কাউন্সিলের সমন্বয়কারী সহকারী শিক্ষক মোঃ ইয়াহিয়া বাবুল বলেন, ৬ষ্ঠ শ্রেণী থেকে ১০ম শ্রেণী পর্যন্ত মোট ভোটার সংখ্যা ৮৮৫ জন। তৎমধ্যে ৪১ জন প্রার্থী হয়েছে। নির্বাচনী ৮টি পদের জন্য ৫টি বুথ করা হয়েছে। আনন্দঘন পরিবেশের মধ্য দিয়ে ভোট পরিচালনা হওয়ায় ছাত্র-ছাত্রীদের মাঝে যথেষ্ট উৎসাহ লক্ষ্য করা গেছে। ভোটার বেশি হওয়াই ফলাফল প্রকাশে রাত হতে পারে বলে জানিয়েছেন স্টুডেন্ট কাউন্সিলের সমন্বয়কারী ।
এদিকে লাইনঝিরি মোহাম্মাদিয়া দাখিল মাদ্রাসায় স্টুডেন্ট কাউন্সিলের সমন্বয়কারী মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ ইব্রাহীম জানান, আমাদের মাদ্রাসায় মোট ভোটার সংখ্যা ৪০০ জন।এখানে প্রার্থী হয়েছে ১৪ জন। ৮টি পদের জন্য নির্বাচনে বুথ ২টি। এখানেও আনন্দপূর্ণ পরিবেশের মধ্য দিয়ে ভোট পরিচালিত হয়েছে। ভোট গননা শেষে যারা নির্বাচিত হল তারা হল, বোরহান উদ্দিন ৬ষ্ট শ্রেণী, হাদিস উল্লাহ ১০ম শ্রেণী, শামছুদ্দিন ৯ম শ্রেণী, জাহেদুল ইসলাম ৮ম শ্রেণী, আলী হোসেন ৯ম শ্রেণী, আজিজুল হক ৭ম শ্রেণী, জসিম উদ্দিন ৭ম শ্রেণী, আমির হোসেন ৬ষ্ট শ্রেণী।
--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.