পানছড়িতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন

Published: 08 Aug 2015   Saturday   

পানছড়িতে স্টুডেন্ট কেবিনেট নির্বাচন শনিবার সম্পন্ন হয়েছে।

উল্লেখ্য, ছাত্র-ছাত্রীদের মাঝে গনতন্ত্রেরচর্চা ও সুষ্ঠ পরিবেশ ফিরিয়ে আনতে প্রতিটি উপজেলার ১টি মাধ্যমিক বিদ্যালয়, ১টি  দাখিল মাদ্রাসা ও ১টি কারিগরি বিদ্যালয়ে স্টুডেন্ট এ নির্বাচন অনুষ্ঠিত হয়।

শনিবার পানছড়ি উপজেলার লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয় ও পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদ্রাসায় স্টুডেন্ট কেবিনেট নির্বাচন সম্পন্ন হয়েছে। এতে  লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ২১জন প্রার্থীর মধ্যে একামনি ত্রিপুরা (১০ম শ্রেণী) ৩৭৭ ভোট, পায়ন চাকমা (১০ম শ্রেণী) ২৪১ ভোট, নূর আলম(৯ম শ্রেণী) ২৪৮ ভোট, সাবিনা চাকমা(৮ম শ্রেণী) ২৮৯ ভোট,  আরিফ হোসেন(৮ম শ্রেণী) ২৫৩ ভোট, সমাপ্তি চাকমা (৭ম শ্রেণী) ২৪৭ ভোট, পরিমল ত্রিপুরা (৭ম শ্রেণী) ২৫১ ভোট, কবিতা চাকমা(৮ম শ্রেণী) ২৩৬ ভোট পেয়ে নির্বাচিত হয়। এতে দায়িত্ব পালন করে নির্বাচন কমিশনার হিসেবে ওমর ফারুক (১০ম শ্রেণী), সহকমিশনার কাজী জুলি আকতার (১০ম শ্রেণী), প্রিজাইডিং অফিসার-জান্নাতুল ফেরদাউস(১০ম শ্রেণী), পোলিং অফিসার-আছমা আকতার (৯ম শ্রেণী)। পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসায় স্টুডেন্ট কেবিনেট গঠনে দায়িত্ব পালন করেন -নির্বাচন কমিশনার-মোঃ হোসাইন (১০ম শ্রেণী),সহ-কমিশনার জাকিয়া সুলতানা(১০ম শ্রেণী), প্রিজাইডিং অফিসার-জাহিদ হোসেন,(৯ম শ্রেণী), পোলিং অফিসার-জামাল হোসেন (৯ম শ্রেণী)।

অপরদিকে, পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসায় ১৫ জনপ্রার্থীর মধ্যে (১)আঃজব্বার(১০ম শ্রেণী) ১১৯ ভোট,(২) ফারজানা আক্তার পুস্পা (৯ম শ্রেণী) ১১৫ ভোট, (৩)আমেনা আক্তার (১০ম শ্রেণী) ১০৯ ভোট,(৪) মোনেম উজ্জামান রাফি (৬ষ্ঠ শ্রেণী) ১০৬ ভোট, (৫) কুলছুমা আক্তার জুলি (৮ম শ্রেণী) ১০৪ ভোট, (৬) আঃকাদের (৮ম শ্রেণী) ১০৩ ভোট,(৭) কামরুরহাসানপারভেজ(৯ম শ্রেণী) ৯৯ ভোট, (৮) মেহেদী হাসান ইমরান (৭ম শ্রেণী) ৭৪ ভোট পেয়ে  নির্বাচিত হয়।

লোগাং বাজার আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মিহির চাকমা বলেন নির্বাচনী তফসিল অনুযায়ী সুষ্ঠ, সুন্দর ও নিরপেক্ষভাবে নির্বাচন সম্পন্ন হয়েছে।  শিক্ষার্থীরা এ ব্যাপারে খুবই আান্তরিক। এর ফলে শিক্ষার্থীদের মাঝে সুষ্ঠ গণতন্ত্র সৃষ্টি হবে।

পানছড়ি ইসলামিয়া সিনিয়র মাদরাসার অধ্যক্ষ জাকির হোসাইন জানান-ছাত্র-ছাত্রীদের মাঝে ব্যপক আগ্রহ ও উদ্দীপনার মধ্য দিয়ে সুন্দরভাবে সুষ্ঠনির্বাচন সম্পন্নহ ওয়ায় আনন্দিত।

--হিলবিডি২৪/সম্পাদনা/সিআর.

উপদেষ্টা সম্পাদক : সুনীল কান্তি দে
সম্পাদক : সত্রং চাকমা

মোহাম্মদীয়া মার্কেট, কাটা পাহাড় লেন, বনরুপা, রাঙামাটি পার্বত্য জেলা।
ইমেইল : info@hillbd24.com
সকল স্বত্ব hillbd24.com কর্তৃক সংরক্ষিত